এখন পড়ছেন
হোম > রাজনীতি > চার কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল, জেনে নিন!

চার কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির প্রার্থী তালিকা নিয়ে যখন বিদ্রোহ চরমে, তখন তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেও ফের তা থেকে পিছিয়ে আসতে দেখা গেল। কার্যত পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা, বিধানসভা হোক বা লোকসভা প্রার্থী তালিকা একবার ঘোষণা হয়ে গেলে তৃণমূলের পক্ষ থেকে কোনো সময় তা পরিবর্তন হতে দেখা যায়নি। কিন্তু এবার যেন বেনোজির ঘটনা ঘটল রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, আজ তৃণমূলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। জানা গেছে, আমডাঙা, অশোকনগর দুবরাজপুর এবং কল্যাণী বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এই প্রার্থী পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল।

প্রসঙ্গত উল্লেখ্য, আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল মুস্তাক মোর্তাজার নাম। কিন্তু সেই জায়গায় তাকে বদল করে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে রফিকুর রহমানের নাম। জানা গেছে, বর্তমানে তিনি আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তাই তার ওপরেই আবার ভরসা রাখল তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে অশোকনগরের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ নারায়ন গোস্বামী। একইভাবে দুবরাজপুরে কিছুদিন আগেও অসীমা ধীবরকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেও এবার তার জায়গায় নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো দেবব্রত সাহার নাম। বলা বাহুল্য, কিছুদিন আগেই অসীমাদেবীকে প্রচার করতে বারণ করে দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আর তারপর থেকেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। অবশেষে আজ সেই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে অনুব্রতবাবুর কিছুদিন আগে করার নির্দেশে কার্যত সীলমোহর দিল তৃণমূল নেতৃত্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে কল্যাণী বিধানসভা কেন্দ্রে রবীন্দ্রনাথ বিশ্বাসের নাম ঘোষণা করা হলেও, এবার তার জায়গায় নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হল অনিরুদ্ধ বিশ্বাসের নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর হঠাৎ করে চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে এই প্রার্থী তালিকায় পরিবর্তন আনায় এখন রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের কর্মী-সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে জল্পনা। অনেকেই বলতে শুরু করেছেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, অনেক বর্তমান বিধায়ক দায়িত্বপ্রাপ্ত নেতাদের এবার টিকিট দেয়নি দল।

তাহলে কি এই চার বিধানসভা কেন্দ্রের বদলে সেই সমস্ত বিধানসভা কেন্দ্র পরবর্তীতে কর্মীদের বিদ্রোহ এবং আপত্তি থাকার কারণে প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে পারে তৃণমূল কংগ্রেস! এখন সেই জল্পনা ক্রমশ উঠতে শুরু করেছে শাসকদলের অন্দরমহলে। বিশেষজ্ঞরা বলছেন, এবার তৃণমূলের প্রার্থী তালিকা ঠিক করার পেছনে রয়েছে প্রশান্ত কিশোরের ভূমিকা।

কিন্তু অনেক জায়গাতেই প্রশান্ত কিশোরের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। প্রার্থী নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। তাই এই পরিস্থিতিতে চার বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করার পর তৃণমূলের অন্দরমহলে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!