চার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী কারা? ঘোষণা করে দিলেন সুকান্ত! বিজেপি রাজনীতি রাজ্য June 15, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলাফল হলেও অনেক বিধানসভা আসনে তারা এগিয়ে রয়েছে। যার মধ্যে আগামী ১০ জুলাই যে চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন রয়েছে, তার মধ্যে একমাত্র মানিকতলা বাদে সব কেন্দ্রে বিধানসভা ভিত্তিক যদি ফলাফল দেখা যায়, তাহলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও বিজেপি ঘুমিয়ে রয়েছে বলে অভিযোগ একাংশের। কিন্তু অবশেষে সেই চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বড় ঘোষণা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমরাও খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা করে দেব। আজকে আমাদের বৈঠক রয়েছে। আগামী দুই, একদিনের মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে।” অর্থাৎ বিজেপি যে এই প্রার্থী তালিকা নিয়ে নিজেদের আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আজকের বৈঠকেও যে সেই বিষয়ে আলোকপাত করা হবে, তা সুকান্তবাবুর বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট। তবে কবে সেই প্রার্থী তালিকা সরকারিভাবে ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি এবং সেখানে কি চমক থাকে, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -