এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ছাড় নেই কারোরই! বাংলার বুকেই দাপুটে বিজেপি নেতার স্ত্রীর অবৈধ সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দিল রেল

ছাড় নেই কারোরই! বাংলার বুকেই দাপুটে বিজেপি নেতার স্ত্রীর অবৈধ সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দিল রেল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মঙ্গলবার আসানসোলে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শিবরাম বর্মনের স্ত্রী সুদেষ্ণা বর্মনের রেলের জমিতে অবৈধ ভাবে তৈরী করা খাটাল ভেঙে দিল রেল কতৃপক্ষ। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আসানসোলে। রেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অনুমতি না নিয়েই এই খাটাল নির্মাণ করেছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রী। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি অভিযোগ করেছে যে, রেলকে ব্যবহার করে কাজটি করেছে তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, আসানসোল রেল ডিভিশনের দুটি বিশাল পুকুর লিজ নিয়েছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শিবরাম বর্মনের স্ত্রী সুদেষ্ণা বর্মন। এই পুকুরের পাড়ে তিনি একটি বিরাট খাটাল নির্মাণ করেছিলেন। রাম মন্দিরের ভূমি পূজার দিনে এস্থানেও রাম পুজোর আয়োজন করা হয়েছিল। অভিযোগ, রেলের কাছ থেকে কোন অনুমতি না নিয়েই খাটাল নির্মাণ করা হয়েছিল। রেলের পক্ষ থেকে চিঠি দিয়ে, এই খাটাল ভেঙে দেবার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তাঁরা। তাই রেল এবারে নিজেদের উদ্যোগেই ভেঙে দিলো এই অবৈধ নির্মাণ। তবে, হেভিওয়েট বিজেপি নেতার স্ত্রীর খাটাল ভাঙ্গাকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়ে গেল আসানসোলের রাজনৈতিক মহলে।

এই খাটাল ভাঙ্গার ঘটনায় বিজেপি নেতৃত্ব দায়ী করেছে তৃণমূলকে। এ প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শিবরাম বর্মন জানিয়েছেন, এখানে তাঁরা রাম পূজা করেছিলেন। বিজেপি কর্মীরা একত্রিতও হচ্ছেন এখানে। যা দেখে কারও গায়ে আঘাত লেগে থাকতে পারে। সে জন্যে রেলকে দিয়ে এই বিশেষ কাজটি করানো হয়েছে। তাঁর দাবী, রেলের কোয়ার্টার দখল হয়ে গেছে। কিন্তু সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না রেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু জানিয়েছেন যে, রেল হলো একটি কেন্দ্রীয় সংস্থা। তাঁরা কেন তৃণমূলে কথা শুনে চলবে? তাঁর দাবি, বিজেপির কোন একটি গোষ্ঠী রেলকে অন্য একটি গোষ্ঠীর খাটাল ভাঙা কাজটি করিয়ে নিয়েছে।
অন্যদিকে এ প্রসঙ্গে আসানসোল ডিভিশনের রেলের জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানালেন, রেলের জমিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে তাঁরা অভিযোগ পেয়েছিলেন । সেই অভিযোগ অনুযায়ী তাঁরা পদক্ষেপ গ্রহণ করেছেন।

তবে, জেলার রাজনৈতিক মহল মনে করছে এই জেলায় বিজেপির দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। জেলা সভাপতির লক্ষ্মণ ঘোড়ুইয়ের সঙ্গে বিরোধ আছে স্থানীয় সংসদ সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রীর। বিজেপি নেতা শিবরাম বর্মন জেলা জেলা সভাপতির লক্ষ্মণ ঘোড়ুইয়ের গোষ্ঠীতে আছেন। তাই রেলের সঙ্গে যোগসাজশ করে তাঁর খাটাল ভেঙে দিয়েছে তাঁর বিরুদ্ধ গোষ্ঠী। এমনটাই মনে করছেন অনেকে। গতকাল রেলের এই উদ্যোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!