এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছাড় নেই সংখ্যালঘুদেরও! ফুরফুরা শরীফের পীরজাদার উপর হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে!

ছাড় নেই সংখ্যালঘুদেরও! ফুরফুরা শরীফের পীরজাদার উপর হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন বিরোধীদের পক্ষ থেকে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক হামলার অভিযোগ করা হয়েছে। দিকে দিকে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর শাসক দলের কর্মীরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্বাভাবিক ভাবেই রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনায় তৃণমূলের নাম জড়ানোয় অস্বস্তিতে পড়েছে শাসকদল। আর এবার ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ওপর হামলার অভিযোগ উঠল তৃনমূল বিধায়কের বিরুদ্ধে।

সূত্রের খবর, সোমবার দুপুরে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গড় এলাকায় তার ওপর তৃণমূল বিধায়ক শওকত মোল্লা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গেছে, এদিন একটি ফেসবুক লাইভ করে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন আব্বাস সিদ্দিকী। তিনি বলেন, “আমি আমার সংগঠনের একটি ছেলে অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে গেছিলাম। হাজারো হাজারো মানুষ তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নির্দেশে বোমা, গুলি, বন্দুক অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে আমাদের ঘিরে ফেলেছিল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও বলেছেন, “আমাকে মারার হুমকি দেওয়া হয়েছে। আমরা যে গাড়ি করে এসেছিলাম, সেই গাড়িও ভাঙচুর করা হয়েছে। আদিবাসী ও মুসলিম সমাজের অধিকারের জন্য আমি সবসময় রাস্তায় নেমেছি। আমি একজন অসুস্থ মানুষকে দেখতে এসেছি বলে সেই রাগটা আমার ওপর দিয়ে দেখানো হচ্ছে। আগামী 24 ঘণ্টার মধ্যে এই সরকারকে জবাব দিতে হবে। রোড জ্যাম করে কি করে জবাব দেবে, আমার জানা নেই। শুধু এটুকু বলছি সরকারকে তোমরা সকলে জবাব দাও। কারণ প্রশাসন থাকা সত্বেও আমার উপর এই অত্যাচার হল। শাসনের চোখের সামনে আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে।”

স্বভাবতই তৃণমূলের পক্ষ থেকে যখন দাবি করা হয়, তারা সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রাখছে, ঠিক তখনই পীরজাদা আব্বাস সিদ্দিকী যেভাবে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে সরব হলেন, তাতে তৃণমূল অনেকটাই চাপে পড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মূলত সামনে যখন বিধানসভা নির্বাচন, তখন পীরজাদা সিদ্দিকীর এই মন্তব্য শাসক দলকে ক্রমশ বিড়ম্বনায় ফেলবে বলেই আশঙ্কা করছেন একাংশ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পীরজাদা সিদ্দিকীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন ধীরে ধীরে সংখ্যালঘু সমাজ পথে নামতে শুরু করবে। আর যদি তা হয়, তাহলে সংখ্যালঘু সমাজ তৃণমূল কংগ্রেসের ঘুম উড়িয়ে দিতে যে অনেকটাই সক্ষম হবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!