এখন পড়ছেন
হোম > জাতীয় > ছাড় পেল না মাওবাদীরাও, করোনা সংক্রমন নিয়ে চিন্তা!

ছাড় পেল না মাওবাদীরাও, করোনা সংক্রমন নিয়ে চিন্তা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দশকের পর দশক ধরে ভারতবর্ষের অন্যতম বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল মাওবাদী সমস্যা। একদিকে দেশের বাইরে বহিঃশত্রুর আক্রমণ, অন্যদিকে ঘরের ভেতরেই একের পর এক নকশালপন্থী হানায় কখনও গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রান, কখনও গিয়েছে রাজ্য পুলিশের। সন্ত্রাসে দিন কাটাতে হয়েছে একের পর এক গ্রামবাসীদের।

কিন্তু আজ গোটা বিশ্বজুড়ে করোনা সংক্রমনের দাবদাহে বেসামাল হয়ে উঠেছে সরকার থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থাগুলো পর্যন্ত। সেখানে এই করোনার হাত থেকে কি করে রক্ষা পাবে মাওবাদীদের মত গুপ্ত সংগঠন? তাই বিশ্বের সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা হয়ে পড়েছে মাওবাদী সংগঠনগুলো। মারা গিয়েছেন একাধিক শীর্ষ নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই গোটা বিষয়ে রীতিমতো কালঘাম ছুটছে শীর্ষ থেকে শীর্ষতর মাওবাদী কমিটিগুলোতে। নিষিদ্ধ এই সংগঠনের তেলেঙ্গানা রাজ্য কমিটির বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন 40 লক্ষ টাকা পুরস্কার ঘোষিত প্রখ্যাত মাওবাদী নেতা ইয়াপা নারায়ন। যাকে অনেকেই হরিভূষন বলে চেনেন। শুধু তাই নয়, ছোটো, মেজো, বড় একাধিক নেতার মারা গিয়েছে বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর।

তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী, মাওবাদী নেতা ছাড়াও সাধারণ মাওবাদী কর্মীরাই মারা গিয়েছে 20 জনের উপরে। এক থেকে আর এক রাজ্যে গোপন ভাবে সংগঠনের কাজ চালাতে গিয়ে এবং জঙ্গল লাগোয়া স্থানীয় অধিবাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুবাদে অতি সহজেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে মাওবাদী সংগঠনগুলোর মধ্যে।

বিশেষজ্ঞরা বলছেন, একজন সাধারণ মানুষের পক্ষে যেভাবে করোনা ভাইরাসের চিকিৎসা পাওয়া সম্ভব, মাওবাদীদের পক্ষে তা ততটাই কঠিন। জঙ্গলের ভেতরে গোপন এই সমস্ত মাওবাদী ডেরায় না আছে চিকিৎসা ব্যবস্থা, না আছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। যেহেতু আক্রান্তদের মধ্যে অনেকেই কুখ্যাত অপরাধী, তাই প্রকাশ্যে এসে টিকা কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই এখন ভাইরাস জ্বালায় জর্জরিত মাওবাদী শিবির। এখন এই মারন ভাইরাস শেষ পর্যন্ত নিষিদ্ধ এই সংগঠনকে কি পরিমান বেগ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!