এখন পড়ছেন
হোম > জাতীয় > চরম লাঞ্ছনা মুখ্যমন্ত্রীর! চরম ক্ষুব্ধ আমজনতা পেঁয়াজ ছুঁড়লেন! ঘটনায় বিরক্ত মুখ্যমন্ত্রীও!

চরম লাঞ্ছনা মুখ্যমন্ত্রীর! চরম ক্ষুব্ধ আমজনতা পেঁয়াজ ছুঁড়লেন! ঘটনায় বিরক্ত মুখ্যমন্ত্রীও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহার বিধানসভা নির্বাচনের প্রাথমিক পর্ব থেকেই এবার বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এমনিতেই এনডিএ জোট সঙ্গী হলেও এবারে এনিডিএও তাঁকে কিছুটা এড়িয়ে চলছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিরোধী দলের কটাক্ষ, প্রতি আক্রমণ তো রয়েছেই তাঁর জন্য। আর এই অবস্থায় রাজ্যের আম পাবলিকও এবার নীতীশ কুমারকে চরম লাঞ্চনা করল ভরা সভায়, সবার মাঝখানে। প্রসঙ্গত, এবার যদি বিধানসভা নির্বাচনে নীতীশ কুমার জেতেন, তাহলে চতুর্থ বারের জন্য তিনি আবার মুখ্যমন্ত্রীর আসন অধিকার করবেন। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর আগেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কিন্তু বারংবার সামনাসামনি হতে হচ্ছে লাঞ্ছনা-গঞ্জনার।

কখনো তাঁর হেলিকপ্টার লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে জুতো, কখনো তাঁর সভায় দাঁড়িয়ে লালুপ্রসাদের নাম করে জয়ধ্বনী দেওয়া হচ্ছে, আবার কখনো তাঁকে দেখামাত্রই ফিরে যেতে বলা হচ্ছে। কিন্তু এবার তৃতীয় দফার ভোট প্রচারে গিয়ে ভরা সভার মাঝখানে অপমানিত হতে হলো বিহারের মুখ্যমন্ত্রীকে। এদিন তাঁকে লক্ষ্য করে পচা পিঁয়াজ ছোঁড়ে কয়েকজন যুবক। সূত্রের খবর, রাজ্যে মদের কারবার রুখতে ব্যর্থ হওয়ার অভিযোগে কয়েকজন যুবক তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন এভাবে পচা পিঁয়াজ ছুঁড়ে। মঙ্গলবার বিহারের দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হলো। আর সেদিনই তৃতীয় দফার বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিহারের মধুবনী একটি জনসভায় পৌঁছান।

নীতীশ কুমার সেই জনসভাতে যখন বেকারত্ব ইস্যুতে বলা শুরু করেন ঠিক তখনই দর্শকদের মধ্যে থেকে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পচা পেঁয়াজ ছোঁড়েন। কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য নীতীশ কুমারের নিরাপত্তারক্ষীদের হাতে ওই ব্যক্তি ধরা পড়ে। কিন্তু ততক্ষণে নীতীশ কুমার নিজেও হয়ে উঠেছেন বিরক্ত। অভিমানের সুরে তিনি তাঁর নিরাপত্তারক্ষীদের ওই ব্যক্তিকে ছেড়ে দিতে বলেন এবং ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে নীতীশ কুমার তাঁর কাজ করে যেতে বলেন। ততক্ষণে ওই যুবকও তাঁর অভিযোগ বলতে শুরু করেছে সবার সামনে। উপস্থিত সংবাদ প্রতিনিধিদের মধ্যে থেকেই এই ভিডিওটি রেকর্ড করা হয় এবং টুইট করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, দীর্ঘ 15 বছর রাজত্ব চালানোর পর এবার বিহারের নীতীশ কুমারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে জনসাধারণের মধ্যে। প্রথমত বেকারত্ব নিয়ে বিহারের মানুষের মধ্যে চূড়ান্ত ক্ষোভ কাজ করছে। আর তার মধ্যেই সেই ক্ষোভ আরো গতি পেয়েছে যখন বিরোধী শিবির থেকে তেজস্বী যাদব 10 লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আপাতত বেকারত্ব ইস্যুতে নীতীশ কুমার যথেষ্ট কোণঠাসা। প্রতিটি সভাতেই তাঁকে বেকারত্ব নিয়ে কিছু না কিছু বলতেই হচ্ছে। মঙ্গলবারের সভাতেও তিনি সে চেষ্টাই করেছিলেন এবং তখনই তাঁর সঙ্গে ঘটে যায় এমন একটি ঘটনা।

বিশেষজ্ঞদের মতে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে যেভাবে রাজনৈতিক দিক থেকে এবং সামনাসামনি কোণঠাসা করা হচ্ছে তাতে কিন্তু এবারের নির্বাচনে বিহারের শাসক দল জেডিইউ এর জেতার ব্যাপারে যথেষ্ট সন্দেহ প্রকাশ করা হচ্ছে। আর সেক্ষেত্রে এনডিএ জোট কিন্তু বিহারে এবার ভেঙে পড়বে। যথারীতি গেরুয়া শিবিরের পক্ষেও তা অশনি সংকেত। উপরন্তু মুখ্যমন্ত্রীকে পচা পেঁয়াজ ছোঁড়ার ঘটনাটি সামনে আসার পর নীতীশ কুমারের দল জেডিইউ চূড়ান্ত অস্বস্তির মুখে। আপাতত আমজনতার ক্ষোভ কিভাবে সামলান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী দিনে, এখন সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!