এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল! দলেরই একাংশের চাপে কোটি টাকার টেন্ডার বাতিল প্রভাবশালী নেতার

চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল! দলেরই একাংশের চাপে কোটি টাকার টেন্ডার বাতিল প্রভাবশালী নেতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জেলায় জেলায় প্রকাশ্যে এসে পড়ছে শাসক দল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গতকাল মালদহ জেলার চাঁচলে দেখা গেল শাসকদল তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল। যার জেরে বাতিল হয়ে গেল গ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়া। চাঁচল ২ ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মহম্মদ হালিমের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ নিয়ে গতকাল তীব্র বিক্ষোভ দেখালো তৃণমূল দলের ছাত্র ও যুব সংগঠন। দলের দুই শাখা সংগঠনের বিক্ষোভের কারণে শেষ পর্যন্ত বাতিল হল কোটি টাকার টেন্ডার। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

গতকাল সকাল দশটায় মালতীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মহাম্মদ হালিম তাঁর দপ্তরে আসতেই তাঁকে ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখালেন তৃণমূল দলের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। শেষ পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। শাসক দলের প্রধানের বিরুদ্ধে গতকাল বেনজির ভাবে অভিযোগ ও বিক্ষোভ প্রদর্শন করে দলেরই দুই সংগঠন। প্রসঙ্গত, পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে বলে গত সপ্তাহেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানায় টিএমসিপি ও যুব তৃনমূল। টেন্ডারে অভিযোগ ওঠায় একটি কমিটি গঠন করে, এর তদন্ত শুরু করা হয়। গতকাল টেন্ডারে অনিয়মের অভিযোগে দু’ঘণ্টা ধরে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ চলে।

এ প্রসঙ্গে প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত সূত্রের খবর, মালতীপুর গ্রাম পঞ্চায়েতে এনআরইজিএস, পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে বিভিন্ন বুথে বেশকিছু প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল। যার মধ্যে আছে নটি এলাকাতে বৃক্ষরোপণ, দশটি এলাকায় কংক্রিটের রাস্তা নির্মাণ, বারোটি এলাকায় সাব মারসিবল বসানো। অভিযোগ উঠেছে, এই সমস্ত কাজের টেন্ডার প্রক্রিয়া নিয়ম মেনে করা হয়নি। তবে এ প্রসঙ্গে মালতীপুরের পঞ্চায়েত প্রধান মহাম্মদ হালিম জানালেন যে, টেন্ডারে কোনো অনিয়ম করা হয়নি। প্রশাসন এর তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আবার নতুন করে টেন্ডার ডাকা হবে। তবে গতকাল চাপে পড়ে যে তিনি টেন্ডার বাতিল করেছেন, সে কথা তিনি মেনে নেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই ঘটনা প্রসঙ্গে চাঁচল-২ তৃণমূল ব্লক সহ সভাপতি আদিত্য দাস জানালেন যে, টেন্ডারের বিষয়টি অনেকেই জানতে পারেনি ,এমন একটা অভিযোগ ছিল। তাই এই টেন্ডার বাতিল করতে বেশকিছু বাসিন্দা প্রধানকে চাপ দিয়েছিলেন। এ বিষয়টি জানতে পেরে তৃণমূলের যুব সংগঠন ও টিএমসিপির নেতাকর্মীরা পঞ্চায়েতে গিয়েছিলেন। তিনি দাবি করেছেন এর মধ্যে কোনো কোন্দলের ব্যাপার ছিল না।

অন্যদিকে, এ প্রসঙ্গে চাচল ২ ব্লকের তৃণমূল যুব সভাপতি জয়দেব ঘোষ জানান যে, পঞ্চায়েতের আধিকারিক, কর্মীরা সময়মতো যাতে আসেন, ঠিকমতো পঞ্চায়েতের কাজ কর্ম চলে, টেন্ডারের সঙ্গে সঙ্গে এইসব দাবি নিয়ে প্রধানের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। এ প্রসঙ্গে চাচল ২ ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস জানালেন যে, টেন্ডার নিয়ে অভিযোগ ওঠার পর প্রশাসন তার তদন্ত শুরু করেছিল। তার মধ্যে আবার টেন্ডার প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আবার, এ প্রসঙ্গে চাঁচল ২ ব্লকের কংগ্রেস সভাপতি মাঞ্জারুল ইসলাম জানালেন যে, তৃণমূল যে অনিয়ম করছে, এটা তারা পূর্বেও জানিয়েছিলেন। কিন্তু সে সময় বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছিল। কিন্তু এবার তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে, এ প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানালেন যে, অনিয়মের অভিযোগ ঠিক নয়। স্থানীয় নেতৃত্বকে সমস্ত কিছু জানানো হয়েছে। নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!