এখন পড়ছেন
হোম > জাতীয় > চরণ সিংহের অঙ্কে কৈরানায় বাজিমাত করে ফেডারেল ফ্রন্টে বড় দাবিদার এখন অজিত সিং

চরণ সিংহের অঙ্কে কৈরানায় বাজিমাত করে ফেডারেল ফ্রন্টে বড় দাবিদার এখন অজিত সিং


উত্তরপ্রদেশের কৈরানা উপনির্বাচনের প্রচার চলাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের কিছু সময়ের জন্যে হলেও মনে হয়েছিলো চৌধরি চরণ সিংহের জমানা বোধ হয় ফিরে এসেছে। আরএলডি (রাষ্ট্রীয় লোকদল) নেতা অজিত সিংহ এবং তাঁর ছেলে জয়ন্ত চৌধরি সহ ঐ দলের ভপ্রায় প্রত্যেক  নেতাই চৌধরি চরণ সিংহের স্মৃতিকে হাতিয়ার করে আবেগাতুর হয়ে কৈরানা কেন্দ্রের নির্বাচনী প্রচার করেছিলেন। এবং সেই প্রচার পদ্ধতি যে যথেষ্ট কার্যকরী হয়েছে তা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে বোঝা যাচ্ছে। উল্লেখ্য গত লোকসভা এবং বিধানসভা কোথাওই কোনো আশাপ্রদ ফলাফল পায়নি আরএলডি দল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ফলে স্বভাবতই উত্তরপ্রদেশের রাজনীতিতে সম্পূর্ণ পিছনের সারিতে অবস্থান হয়ে গিয়েছিলো আরএলডি দলের। সেই কারণেই ঐ কেন্দ্রের জাঠ এবং কৃষক ভোটারদের নিজেদের পক্ষে নিয়ে আসতে চৌধরি চরণ সিংহের কথা উল্লেখ করে সেই সময়ের নানা ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে রাজ্যে সেইসব ঘটনার ইতিবাচক প্রভাব ভোটারদের স্মরণ করানো হয়। যার জেরেই সেখানে মানুষের পছন্দে  আরএলডি দলের কৈরানা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ। রাজনৈতিক মহলের মতে শুধু প্রচারের আঙ্গিক বদল করে আরএলডি দলের এই সাফল্যের কারণে খুব স্বাভাবিক ভাবেই তাদের আসন্ন লোকসভা নির্বাচনে অবিজেপি জোটে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বীতা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে এমন সম্ভবনাকে উস্কে দিচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!