এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “চাষিদের উপরে অত্যাচার করছে মোদী আর হোঁদল কুতকুতের সরকার।” – আবার বিজেপিকে বেনজির আক্রমণ মমতার

“চাষিদের উপরে অত্যাচার করছে মোদী আর হোঁদল কুতকুতের সরকার।” – আবার বিজেপিকে বেনজির আক্রমণ মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহারের পর, আজ আবার বিজেপিকে বেনজির ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে সংযুক্ত কৃষক মোর্চার বনধ। এই আবহে এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দাসপুরের সভা থেকে তিনি জানালেন যে, কৃষকদের উপর অত্যাচার করছে নরেন্দ্র মোদী ও হোঁদল কুতকুতের সরকার।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, দিল্লিতে কৃষকেরা যাতে রাস্তায় বের হতে না পারেন, এ জন্য রাস্তায় পেরেক পুঁতে দেয়া হয়েছে। তিনি জানান, যীশু খ্রীষ্টকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি বহিরাগত গুন্ডাদের এনে রাজ্যে নির্বাচন করতে চাইছে। তিনি জানালেন, বাইরে থেকে আসা পুলিশ থাকবে, তাই নিজের এলাকা ছেড়ে কাউকে না যেতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, ইভিএম খারাপ হয়ে গেলে, হাল ছেড়ে না দিতে, ইভিএম ভালো করে পরীক্ষা করতে হবে। এরপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতি অভিযোগ করে মুখ্যমন্ত্রী জানালেন যে, দিলীপ ঘোষ নির্বাচনে জয়লাভ করার পর পালিয়ে গেছেন। তিনি প্রশ্ন করেছেন, কিছু কি দিয়েছেন তিনি? কিন্তু তাঁরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সমস্তই রক্ষা করেছেন বলে, দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, সিপিএমের ভুলের কারণে ডেবরা সহ বেশ কিছু ব্রিজ আটকে পড়ে আছে। তিনি জানিয়েছেন, ৪০ লক্ষ মানুষকে জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে। সরকারি সুবিধা লাভ করতে না পারলে, দুয়ারে সরকারে তা জানাবার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দাসপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সাথীর কার্ড দ্বারা মেয়েরা মা, বাবার চিকিৎসা করাতে পারবে। তিনি জানালেন, তৃণমূল সরকারকে ভোট দান করলে বিনা পয়সায় চাল দেওয়া হবে। দুয়ারে দুয়ারে চাল পৌঁছে দেয়া হবে। তিনি অভিযোগ করেছেন যে, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনাতে মাস্টার প্ল্যান করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!