ছাত্র ছাত্রীদের স্বপ্ন সফল করতে বাস্তবায়ন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের, তবু বিতর্ক কিন্তু থাকছেই অন্যান্য কলকাতা রাজ্য July 6, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রতিশ্রুতি ছিল স্টুডেন্টস ক্রেডিট কার্ড। সেই অনুযায়ী ক্ষমতায় আসার পর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রকাশ করেছেন এবং জানা যাচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সামনে আসা মাত্রই তার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। রাজ্য সরকারের নতুন প্রকল্পে ইতিমধ্যেই নাম লিখিয়েছে অন্তত দশ হাজার পড়ুয়া। নবান্ন থেকে এই কার্ড উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য সরকার সর্বসম্মতভাবে পাশে থাকবে আর সেই হেতুই student’s ক্রেডিট কার্ডের অবতারণা হয়েছে। সূত্রের খবর গত পাঁচ দিনে student’s ক্রেডিট কার্ডে প্রায় 550 কোটি টাকা ঋণের আবেদন জমা পড়েছে। গড়ে 5 লক্ষ টাকা করে ঋণের আবেদন করা হয়েছে। স্বাভাবিকভাবেই পাঁচ দিনের মধ্যেই যেভাবে ছাত্রছাত্রীরা এই প্রকল্পে সাড়া দিয়েছে, তা যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছে শিক্ষাদপ্তর। যদিও জেলার তুলনায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকেই বেশি আবেদন এসেছে। কলকাতার মধ্যে আবার দক্ষিণ কলকাতার বেশ কিছু অংশ এগিয়ে রয়েছে এই প্রকল্পে লোন নেওয়ার ক্ষেত্রে। ছাত্র-ছাত্রীদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে উৎফুল্ল রাজ্য সরকারও। এ প্রসঙ্গে শিক্ষা দপ্তরের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীর সংখ্যা এক লক্ষ্যে পৌঁছে দেওয়াই এই মুহূর্তে সরকারের লক্ষ্য। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এবং জানা যাচ্ছে আগামী পরশু হতে চলেছে রাজ্যের বাজেট অধিবেশন। আর সেখানেই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য অর্থ বরাদ্দ হবে। অন্যদিকে সূত্রের খবর, যারা ঋণ নিয়েছে তাঁদের মধ্যে প্রায় 7 হাজার পড়ুয়া রাজ্য থেকে পড়াশুনা করতে চায় এবং উচ্চশিক্ষার জন্য আরও 3 হাজার পড়ুয়া ঋণ নিয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের সমস্ত পড়ুয়া তাঁদের পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে পারবে। ব্যাংকে এই কার্ড দেখিয়ে প্রায় 10 লাখ পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এই কার্ডের সুবিধা দশম শ্রেণী থেকেই দেওয়া শুরু হচ্ছে। সেক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারাও এই সুবিধা পাবে বলে জানা গেছে। অন্যদিকে ব্যাংকের লোন নিতে গেলে এই কার্ডের মাধ্যমে কোন গ্যারান্টার লাগবেনা। সেক্ষেত্রে রাজ্য সরকার হবে লোন প্রার্থীর অন্যতম গ্যারান্টার। বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারের স্টুডেন্টস ক্রেডিট কার্ড অন্যতম জনমোহিনী প্রকল্প হতে চলেছে। শিক্ষার্থীদের মধ্যে এই প্রকল্প ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের লোন নিলে সেই লোন কিভাবে শোধ হবে? আর এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আপনার মতামত জানান -