এখন পড়ছেন
হোম > রাজ্য > ছত্রধর মাহাতোর বাড়ি থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করে চাপ বাড়ালেন মুকুল রায়

ছত্রধর মাহাতোর বাড়ি থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করে চাপ বাড়ালেন মুকুল রায়

পঞ্চায়েত নির্বাচনে প্রচারের স্বার্থে  ছত্রধর মাহাতো এবং ছিতামনি মুর্মুর বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা মুকুল রায়।জঙ্গলমহলে পরিবর্তন এনে পদ্মফুল ফোটানোর চেষ্টায় তার এই পদক্ষেপ।প্রথমে গেলেন ছত্রধর মাহাতোর বাড়ি।সেখানে ছত্রধরের স্ত্রী-পূত্রদের অনুপস্থিতিকালীন মমতা-পার্থ-ছত্রধরের  পুরানো ছবি দেখিয়ে ছত্রধরকে কীভাবে তারা তাদের কাজে ব্যবহার করেছিলো সেটাই স্পষ্ট করে বোঝালেন তিনি।বুধবার জঙ্গলমহলে গিয়ে মুকুল বাবু বলেন-“মায়া মমতা থাকলে তৃণমূলের উচিৎ ছত্রধরকে কালই জেল থেকে বের করা,এজন্য কেন্দ্রীয় সরকারের সহোযোগিতা কাজে লাগলে দেবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ কথা শুনে ছত্রধরের মা  বেদনাবালা দেবী জানান যে প্রতিবার ভোটের আগে নেতারা এমনই আশ্বাস দেন কিন্তু ভোট চলে গেলেই সবাই বেপাত্তা হয়ে যায়।

মুকুল রায় ছত্রধর মাহাতোর বাড়িতে আসার আগে বিজেপির পক্ষ থেকে স্থানীয় নেতারা তাদের বাড়িতে মুকুল বাবু আসার খবর জানিয়ে এসেছিলেন এবং সবাইকে উপস্থিত থাকার কথাও জানান তবুও ওদিন দেখা পাওয়া যায়নি ছত্রধরের স্ত্রী নিয়তি ও তার সন্তানদের।

এছাড়াও মুকুলবাবু বিজেপি নেতাদের  ছোটপেলিয়া গ্রামের ছিতামনি মুর্মুর বাড়িতেও গিয়েছিলেন একইভাবে।সেসময় তিনিও বাড়ি ছিলেন না।এভাবেই পঞ্চায়েত প্রচার শুরু করে চাপ বাড়াচ্ছেন বিজেপি মন্ত্রী মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!