এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভালোবেসে দিলীপ ডাকলেন বিজেপি করতে, রণমূর্তিতে ‘উন্মাদ’ তকমা ফিরিয়ে দিলেন জঙ্গলমহলের ছত্রধর

ভালোবেসে দিলীপ ডাকলেন বিজেপি করতে, রণমূর্তিতে ‘উন্মাদ’ তকমা ফিরিয়ে দিলেন জঙ্গলমহলের ছত্রধর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আর তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে গোপীবল্লভপুরে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে ছত্রধর মাহাতকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছিল, ‘‘আপনি যে লড়াই মানুষের জন্য করেছেন, যাঁর জন্য করেছেন তিনি আপনাকে জেলে পাঠিয়েছিলেন। এখন ভোটের স্বার্থে আপনাকে জেল থেকে বের করে রাজ্য সম্পাদকের পদ দিয়ে, আপনার স্ত্রীকে চাকরি দিয়েছেন।’’

শুধু তাই নয়, এরপরই ছত্রধর মাহাতকে দলে টানতে দিলীপ ঘোষ বলেন, ‘‘আপনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, এটা জঙ্গলমহলের আদিবাসী-মাহাতো মানুষ মানবে না। আসুন, বিজেপি সম্মান দেবে। আমরা যা বলি তাই করি।’’ আর এরপরই বুধবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া জবাব দিলেন ছত্রধর মাহাত।

তবে ঘটনার সূত্রপাত অবশ্য কিছুদিন আগে। যেখানে বাঁদনা পরবের গরু খুঁটানের অনুষ্ঠানে বিজেপি নেতার পাশে বসে কথা বলতে দেখা গিয়েছিল ছত্রধর মাহাতকে। আর তারপরই সোমবার দিলীপের আহ্বান। এই সবকিছু নিয়ে যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেটা ভালোমতোই বুঝতে পড়েছেন তিনি। আর সেটা কাটাতেই তিনি এদিন সাংবাদিক বৈঠক করেছেন বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দিলীপবাবুরা ইতিহাস ভুলে যান। কয়েকমাস আগেও তিনি ও তাঁর দলের কিছু মেজ ও ছোট নেতারাও তাঁর বিরুদ্ধে মাওবাদী অ্যাখ্যা দিয়ে জঙ্গলমহলে সন্ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল বলেও এদিন তিনি অভিযোগ করেছেন। সেইসঙ্গে তিনি বলেন, ‘‘দিলীপবাবুরা জানেন না, আমাকে তৎকালীন বাম সরকার মিথ্যা কেস দিয়ে জেলে পুরেছিল।”

আর ওই সময়ে যারা বাম সরকারে যাঁরা প্রতিনিধিত্ব করেছেন, তাদের অনেকেই এখন বিজেপিতে এসে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর কথায়, তিনি চিরকালই সিপিএম বিরোধী। বর্তমান প্রেক্ষিতে তাঁকে রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানতে দেখা গেছে তাঁকে।

সেইসঙ্গে কুর্মিদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, একসময় কুর্মি সমাজের কিছুই ছিল না। তাঁদের ভাষার স্বীকৃতি ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তাঁদের পরিষদ গঠন হয়েছে বলেই জানান তিনি। তাই তাঁর আশা যদি কেউ পারেন, তাহলে দিদিই পারবেন। তাঁর কথায়, “আমি তৃণমূলে জন্মলগ্ন থেকে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপদ্ধতিতে আমি মুগ্ধ।”

তাঁর মতে, এরাজ্যে সবচেয়ে বেশি গণতন্ত্র প্রতিষ্ঠিত। সেজন্য কোনও সম্প্রদায়, কোনও গোষ্ঠী ডেপুটেশন দিতে পারে। সেইসঙ্গে তিনি কুর্মিদের দাবি রাজ্যের কাছে পাঠাবেন বলেও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তাঁর আশা রাজ্য সরকার নিশ্চয়ই সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন। অন্যদিকে, বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বর্তমানে বিজেপি নামক দলটির কোনও কর্মসূচি ও আদর্শ নেই। দাঙ্গা ছাড়া তারা আর কিছুই বোঝে না।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!