এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছত্রধরের গ্রেফতারিতে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর স্ত্রী হেভিওয়েট বিজেপি প্রার্থীকে দায়ী করে, তীব্র চাঞ্চল্য

ছত্রধরের গ্রেফতারিতে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর স্ত্রী হেভিওয়েট বিজেপি প্রার্থীকে দায়ী করে, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় জঙ্গলমহলের দায়িত্বে ছিলেন ছত্রধর মাহাতো। একসময় জঙ্গলমহলের একচ্ছত্র অধিপতি হিসেবে মানা হতো এই ছত্রধর মাহাতোকে। দীর্ঘদিন কারাবাসের পর তিনি ছাড়া পেয়েছিলেন। তারপরেই তৃণমূলের রাজ্য সংগঠনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন ছত্রধর। আর তাঁকে সামনে রেখেই জঙ্গলমহল পুনরুদ্ধার করতে নেমে যায় রাজ্যের শাসক দল। এই অবস্থায় জঙ্গলমহলের ভোট মেটার অব্যবহিত পরেই ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করে নিয়ে যায় কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। আর তাই নিয়ে এবার মুখ খুললেন ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো। প্রসঙ্গত নিয়তি মাহাতোও তৃণমূলের রাজনৈতিক পদে আছেন বলে জানা যায়।

নিয়তি মাহাতো এদিন  ছত্রধরের গ্রেপ্তারের পেছনে দায়ী করেছেন বিজেপির অন্যতম নেতা শুভেন্দু অধিকারীকে। ছত্রধরের স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামী বিজেপিতে যোগ দেননি বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার হতে হলো। আর এর পেছনে হাত রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। এদিন ছত্রধরের  গ্রেফতারির পর তাঁর স্ত্রী জানিয়েছেন, জঙ্গলমহলের ভোট শেষ হবার পর ছত্রধরের যাওয়ার কথা ছিল নন্দীগ্রামে প্রচারে। আর সেই প্রচারে যাতে ছত্রধর না যেতে পারে, তার জন্যই শুভেন্দু অধিকারীর পরিকল্পনামাফিক ছত্রধরকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের পেছনে বিশাল বড় ষড়যন্ত্রের দাবি করেছেন নিয়তি মাহাতো।

পাশাপাশি নিয়তি মাহাতো আরও জানিয়েছেন, অ্যারেস্ট মেমো না দেখিয়ে ছত্রধরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি কি কারণে তাঁকে গ্রেফতার করা হলো সে কথাও বলেনি পুলিশ। ছত্রধরের আইনজীবী জানিয়েছেন, লালগড় থানায় ইতিমধ্যেই এনআইএর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ছত্রধরের স্ত্রীর অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো। তিনি দাবি করেছেন, একটি স্বাধীন তদন্তকারী সংস্থা কি করবে, সেটা তাঁদের বিষয়। ছত্রধর মাহাতোর স্ত্রী ভয় পেয়ে বিজেপিকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে নিয়তি মাহাতো ছত্রধরের গ্রেপ্তারের পর স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে  বলেছেন, ছত্রধর মাহাতো গ্রেফতার হওয়ার পর কোনো তৃণমূল নেতা তাঁর সাথে যোগাযোগ করেননি। এমনকি লালগড়ের ব্লক সভাপতি শ্যামল মাহাতো- যার সঙ্গে ছত্রধর মাহাতোর ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়, তিনিও কোন খোঁজ নেননি। শুধুমাত্র জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাহাতো তাঁর বাড়িতে এসে খোঁজ নেন বলে জানিয়েছেন নিয়তি মাহাতো। এই প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই তাঁরা ছত্রধরের বাড়িতে যাবেন।

দল ছত্রধরের পাশেই থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। অন্যদিকে ছত্রধরকে গ্রেফতার করা নিয়ে ইতিমধ্যেই রাজ্য তৃণমূল ক্ষোভ উগরে দিয়েছে। কোনো নিয়ম-কানুন না মেনে ছত্রধরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি তৃণমূল শিবিরের। এদিকে কাল বাদে পরশু নন্দীগ্রামসহ রাজ্যের দ্বিতীয় দফার ভোট। রাজনৈতিক মহলের ব্যস্ততা তুঙ্গে। এই অবস্থায় ছত্রধর মাহাতোর না থাকায় কিছুটা যে ধাক্কা খেয়েছে শাসকদল, সে কথা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!