এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “ছাত্র-শিক্ষক সকলেই বিভ্রান্ত” শিক্ষাব্যবস্থা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলীপের!

 “ছাত্র-শিক্ষক সকলেই বিভ্রান্ত” শিক্ষাব্যবস্থা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলীপের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের স্কুল কলেজগুলো। ইতিমধ্যেই গরমের ছুটি আরও বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। যার নিন্দা করেছেন একাংশ। আর এই পরিস্থিতিতে শিক্ষাঙ্গনের এই অচলাবস্থা নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে ছাত্র থেকে শুরু করে শিক্ষক, সকলেই বিভ্রান্ত বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। দু’বছর ক্লাস হয়নি। তারপরেও ছুটি চলছে। সরকারের কোনো নীতি নেই। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত এবং যারা শিক্ষার সঙ্গে যুক্ত, শিক্ষক-শিক্ষার্থী দুজনেই কনফিউজড। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সরকারকে একটা কড়া স্টেপ নেওয়া দরকার। এটা একটা জাতির ভবিষ্যতের ব্যাপার।”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত রাজ্য সরকারকে শিক্ষা ব্যবস্থা নিয়ে চাপে ফেলে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!