এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছত্রধরের সভায় উপচে পড়ছে ভিড়! কিন্তু তবুও কি হাওয়া বুঝতে পারছে তৃণমূল? সংশয় দলের অন্দরেই!

ছত্রধরের সভায় উপচে পড়ছে ভিড়! কিন্তু তবুও কি হাওয়া বুঝতে পারছে তৃণমূল? সংশয় দলের অন্দরেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জঙ্গলমহলে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল খুব একটা ভাল হয়নি। আর তারপর থেকেই জঙ্গলমহলে তৃণমূলের ভাবমূর্তি ভালো করতে নানা পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব। দীর্ঘদিন ধরে শ্রীঘরে থাকা ছত্রধর মাহাতো জেল থেকে মুক্তি পাওয়ার পরেই তাকে মুখ করে জঙ্গলমহলের সংগঠনের পুনরুদ্ধারের উপর জোর দেয় ঘাসফুল শিবির। আর ছত্রধর মাহাতো তৃণমূলের রাজ্য সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর তিনি জঙ্গলমহলের সংগঠনের ক্ষেত্রে সময় দিতে শুরু করেন। যার সুফল মিলছে বলেই দাবি করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

দেখা যাচ্ছে, যে সমস্ত সভায় ছত্রধর মাহাতো উপস্থিত থাকছেন, সেখানে ব্যাপক পরিমাণে জনসমাগম হচ্ছে। কিন্তু জনসমাগম যে শেষ কথা বলে না, তা অতীতেও ভোটবাক্সে প্রমাণিত হয়েছে। তাই জেলা তৃণমূল নেতৃত্বের একাংশের আশঙ্কা, যেহেতু ছত্রধর মাহাতোকে নিয়ে নানা সময় নানা বিতর্ক তৈরি হয়েছিল, তাই তাকে নেতা হিসেবে দল দেখাতে চাইলেও এর ফলে বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে আরও বেশি করে কটাক্ষ করবে এবং তার ফলে অসুবিধায় পড়তে পারে শাসক দল।

বস্তুত, করোনা ভাইরাসের মধ্যে সামাজিক দূরত্বকে উপেক্ষা করে জঙ্গলমহলের লালগড় থেকে শুরু করে জামবনি, সাঁকরাইল সহ বিভিন্ন এলাকায় ছত্রধর মাহাতোর কর্মসূচিতে ব্যাপক জনসমাগম হতে শুরু করেছে। যার ফলে আশাবাদী শাসক দল। আর এখানেই বিরোধীদের একাংশের অভিযোগ, ছত্রধর মাহাতোকে মুখ করে তৃণমূল ভয় দেখিয়ে ক্ষমতায় চেষ্টা করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই তৃণমূল যখন স্বচ্ছ নেতাদের সামনে আসার প্রক্রিয়া শুরু করেছে, তখন ছত্রধর মাহাতোকে নিয়ে যেভাবে বিরোধীরা অভিযোগ করতে শুরু করেছে, তাতে তৃণমূলের একাংশ আশঙ্কা করছেন, এর ফলে ভোটবাক্সে তাদের বিরুদ্ধে প্রভাব পড়তে পারে। যার সুফল পেয়ে যেতে পারে বিরোধীরা।

তবে দলের একাংশ এই ব্যাপারে আশংকা প্রকাশ করলেও তাতে গুরুত্ব দিতে নারাজ ছত্রধর মাহাতো। তিনি বলেন, “মানুষ আমাকে ভালোবাসেন। তাই আমি দলে যোগ দেওয়ায় সর্বস্তরের মানুষ দলীয় কর্মসূচিতে আসছেন।” এখন দেখার বিষয়, ছত্রধর মাহাতোকে নিয়ে বিরোধীরা যে কটাক্ষ করছে, তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে ভোটবাক্সে কোনো প্রভাব পড়ে, নাকি ছত্রধর মাহাতোর আগমনের ফলে জঙ্গলমহলে তৃণমূলের ভোটব্যাংক আরও শক্তিশালী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!