এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চতুর্থ দফার নির্বাচনের আগেই কলকাতার বুকে লক্ষাধিক টাকা উদ্ধার, তীব্র চাঞ্চল্য

চতুর্থ দফার নির্বাচনের আগেই কলকাতার বুকে লক্ষাধিক টাকা উদ্ধার, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  চলেছে রাজ্যের চতুর্থ দফা বিধানসভা নির্বাচন।  তবে এবারের নির্বাচনে মাত্রাতিরিক্ত সাবধানতা অবলম্বন করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া তাঁরা। যদিও নির্বাচন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়ে। ভোটের আবহে রাজনৈতিক সংঘর্ষের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। আর এবার কলকাতার বুক থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা। কলকাতা পুলিশ হাতেনাতে ধরল বিশাল পরিমাণ টাকা। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই টাকার পরিমাণ 50 লক্ষ । যা ভোটের মুখে রীতিমতো চিন্তা ধরিয়েছে  প্রশাসনকে। 

সূত্রের খবর, টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে রবিশঙ্কর গুপ্তা নামে এক ব্যক্তিকে। জানা গিয়েছে ধৃত ব্যক্তি বি কে পাল অ্যাভিনিউ এর বাসিন্দা। সূত্রের খবর, গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আগেভাগেই খবর পেয়েছিলেন চাঁদনী চকের কাছে গনেশ চন্দ্র অ্যাভিনিউতে এক ব্যক্তি লক্ষাধিক টাকা নিয়ে আসতে পারে। সেই অনুযায়ী আগেভাগেই তৈরী ছিল গোয়েন্দাবাহিনী। নজর রাখা হচ্ছিল, আর পুলিশের ফাঁদে পা দেয় রবিশঙ্কর গুপ্তা। তাঁর কাছে একটি বড় ব্যাগ ছিল যেটি তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার খোঁজ পান গোয়েন্দারা। এরপর ধৃতকে যখন এই টাকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন সে কোন সদুত্তর দিতে পারেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁকে গ্রেপ্তার করে বউবাজার থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবারের নির্বাচনে কালো টাকার প্রভাব আটকানোর জন্য কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশও চূড়ান্ত সক্রিয় এ ব্যাপারে। নিয়মিত তাঁরা তল্লাশি চালাচ্ছে প্রতিটি গাড়িতে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল, বেশ কিছু টাকা নিয়ে আসছে এক ব্যক্তি। সেই অনুযায়ী তল্লাশি চালানো হয় এবং এই রবিশংকর গুপ্তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই টাকা কোথা থেকে এলো কিংবা কার কাছে এই টাকা পৌঁছানোর কথা ছিল তা নিয়েই জেরা করা হচ্ছে ধৃতকে।

অন্যদিকে, এই ঘটনা সামনে আসার সাথে সাথে রাজনৈতিক মহলের অনেকেই এর সাথে রাজনৈতিক যোগের সন্ধান করছেন। এবারের নির্বাচনে শাসক-বিরোধী একে অপরের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ তুলেছে, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে টাকার বিনিময়ে। আর তাই রাজনীতির সঙ্গে এদিনের  50 লক্ষ টাকা উদ্ধারের ঘটনার কি কোন যোগসুত্র আছে? আপাতত এই নিয়েই সমালোচনায় মুখর হয়েছে রাজনৈতিক মহল। এই ঘটনার রেশ কোন দিকে যায়, সেদিকেই এখন লক্ষ্য ওয়াকিবহাল মহলের।।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!