এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চতুর্থ দফার দিনেই মাত্রাছাড়া করোনা সংক্রমন পশ্চিমবঙ্গে, তীব্র উদ্বেগে স্বাস্থ্যদপ্তর

চতুর্থ দফার দিনেই মাত্রাছাড়া করোনা সংক্রমন পশ্চিমবঙ্গে, তীব্র উদ্বেগে স্বাস্থ্যদপ্তর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই রাজ্যে তীব্রগতিতে বাড়ছে করোনার সংক্রমণ। যা কিছু দিন ধরেই ২ হাজারের উপরে রয়েছে। কিন্তু গত ২৪ ঘন্টায় উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে করোনার সংক্রমণ, যা ৩৬০০ এর গন্ডি অতিক্রম করেছে। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু ঘটেছে মোট ৮ জন মানুষের।

আজ চতুর্থ দফার ভোটের মাঝেই করোনা সংক্রমণ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা কপালে ভাঁজ ফেলে দিয়েছে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ৩৬৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু ঘটেছে ৮ জন মানুষের। শুধু মাত্র কলকাতাতেই গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৭ জন। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা হল ৮৮৪ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন ধরে কলকাতায় যে হারে বাড়ছে করোনা সংক্রমণ, তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের। ট্রেন, বাস চলাচলের কারণে না কি ভোটের মিটিং-মিছিলের কারণে এভাবে করোনা সংক্রমণ বাড়ছে? তার উত্তর দেওয়া সম্ভব হয়নি কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্তাদের। গত ২৪ ঘন্টায় কলকাতাতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে করোনাতে, যা যথেষ্ট উদ্বেগজনক।

আবার,এর সঙ্গেই উদ্বেগ বাড়ছে করোনার ভ্যাকসিন নিয়ে। দেখা যাচ্ছে, বেশ কিছু হাসপাতালে করোনার ভ্যাকসিন শেষ হয়ে এসেছে। কলকাতার আমরি হাসপাতাল আজ টিকাকরণ কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভ্যাকসিনের যোগানে ঘাটতি পড়ায় বেশকিছু হাসপাতালে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে করোনার টিকাকরন।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!