এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চিটফান্ড কাণ্ডে প্রথম সাজা ঘোষণা! শাস্তি পেলেন রোজভ্যালির অন্যতম কর্তা

চিটফান্ড কাণ্ডে প্রথম সাজা ঘোষণা! শাস্তি পেলেন রোজভ্যালির অন্যতম কর্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত ২০১৩ সাল থেকে চিটফান্ড সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করে। সেসময় গ্রেফতার করা হয় রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে। তাঁর ল্যাপটপ,মোবাইল ও অন্যান্য নথি সহ সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়। এরপর ২০১৪ সালের মে মাস থেকে রোজভ্যালি কাণ্ডের তদন্তের দায়িত্ব তুলে দেয়া হয়েছে সিবিআই এর হাতে। গতকাল রোজভ্যালি কাণ্ডে প্রথম সাজা ঘোষণা করল সিবিআইয়ের বিশেষ আদালত। রোজভ্যালির অন্যতম কর্তা অরুন মুখার্জীকে ৭ বছরের কারাদণ্ড ও আড়াই লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

গতকাল রোজভ্যালির অন্যতম কর্তা অরুন মুখার্জীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও আড়াই লক্ষ টাকা জরিমানার শাস্তি ঘোষণা করল ব্যাঙ্কশালের বিশেষ আদালত। ৪ বছর ধরে তিনি জেল হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে পিএমএলএ ধারায় মামলা দায়ের করেছে বিডি। আরও তিন বছর তাঁকে জেলে থাকতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল ইডির পক্ষ থেকে আদালতে এই মামলার চার্জ গঠনের আবেদন করা হয়েছিল। গতকাল রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু সহ রোজভ্যালির চারজন আধিকারিককে আদালতে আনা হয়েছিল। যাঁদের মধ্যে ছিলেন অশোক সাহা, শিবময় দত্ত, বি.কে মালিক, অরুন মুখার্জী। অরুন মুখার্জী ছাড়া সকলেই নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তবে তিনি দোষ স্বীকার করে নিয়েছেন। রোজভ্যালির অন্যতম কর্তা অরুন মুখার্জী আমানতকারীদের অর্থ লুঠের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

এ প্রসঙ্গে ইডির আইনজীবী অভিজিত্‍ ভদ্র জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে জানা গেছে রোজভ্যালি প্রায় ১২.৮২ হাজার কোটি টাকা ডিবেঞ্চারের মাধ্যমে তুলে নিয়েছিল আমানতকারীদের কাছ থেকে। যে ডিবেঞ্চারে স্বাক্ষরকারী ছিলেন অরুন মুখার্জি। আদালতে তিনি স্বীকার করে নিয়েছেন যে, আমানতকারীদের টাকা লুট করা হয়েছে। এক্ষেত্রে বাকি অভিযুক্তদের অভিযোগ প্রমাণ করতে আইনি প্রক্রিয়ায় সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত,গতকাল আদালতে দীর্ঘসময়ের শুনানির পর অরুন মুখার্জীর সাজা ঘোষণা করা হয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!