এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছেলের পাপের ফল ভোগ করতে হচ্ছে মাকে, বিস্ফোরক বক্তব্য মুকুল পুত্রের

ছেলের পাপের ফল ভোগ করতে হচ্ছে মাকে, বিস্ফোরক বক্তব্য মুকুল পুত্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। তাঁকে দেখতে সম্প্রতি হাসপাতালে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরিবারের পাশে থাকায় দিলীপ ঘোষের প্রতি কৃতজ্ঞতা জানালেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। কিন্তু এরপরই একাধিক বিষয় নিয়ে বেশকিছু বিস্ফোরক বক্তব্য রাখলেন শুভাংশু রায়।

গণমাধ্যমের সামনে তিনি জানালেন, একটা ধর্ম নিয়ে তিনি প্রচার করে এসেছেন, বাকিদের কথা তিনি বলেননি। তাঁর পাপের ফল তাঁর মা ভোগ করছেন। তিনি জানালেন, কয়েক মাস আগে যাদের কাছে তিনি যাননি। আজ তাদের কাছেই দোয়া করার জন্য বলতে হচ্ছে তাঁকে। তিনি স্বীকার করলেন, তাঁর ভুল হয়েছে। চার পাঁচ মাস আগে অনেককে তিনি অবহেলা করেছেন। শুভাংশু রায় আরও জানালেন, ছেলেবেলার অনেকটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের বাড়িতে কাটিয়ে ছিলেন। একসঙ্গে তাঁরা বড় হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই, তিনি তৃণমূল ছেড়ে দিলেও, বারবার তাঁর মায়ের খোঁজ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ন্যাশনাল ফিগার। তাঁর মায়ের খোঁজ নিয়েছেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেও তাঁর বাবার খোঁজ নিয়েছেন। তাঁর বাবাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা? তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। যশের পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন? তাকে কুর্ণিশ জানান তিনি। তিনি জানান, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও তিনি নেননি।

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর মাকে দেখতে গিয়েছেন বলে, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তিনি জানালেন, দিলীপ ঘোষ বলেছিলেন যে, তিনি কারোর কাছে ফোন করে যাননি। শুভ্রাংশু রায় জানালেন, সব মানুষ সমান হয় না, সবার অভিব্যক্তি সমান হয় না। এই পরিস্থিতিতে কে দেখতে এলেন? কে এলেন না? তা নিয়ে তাঁর ভালোলাগা, খারাপ লাগা নিয়ে তিনি ভাবছেন না। তাঁর মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রথম কাজ।

সকলের কাছে তিনি আবেদন জানাচ্ছেন যে, সকলে যেন প্রার্থনা করুন যে, তাঁর মা যেন ভালো হয়ে যান। তিনি জানান, এরকম খারাপ পরিস্থিতি এর আগে তাঁর পরিবারে কখনো আসেনি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে দলের প্রতি বেসুরো মন্তব্য করতে দেখা যাচ্ছে বিজেপি নেতা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে। বিধানসভা নির্বাচনে বিজাপুর থেকে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। কিন্তু নির্বাচনে তৃণমূল কাছে পরাজয়ের পর দলের প্রতি অনেকটাই বেসুরো হয়ে পড়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!