ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট: সেঞ্চুরি করে জমিয়ে দিলেন চেতেশ্বর পূজারা খেলা January 3, 2019 কে এল রাহুল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে – আজ জ্বলে উঠতে না পারলেও, দলে ব্যর্থতার আভা লাগতে দিলেন না চেতেশ্বর পূজারা। মেলবোর্নের তৃতীয় টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন দ্বিতীয় দিনে। আর আজকে সিডনিতে প্রথম দিনেই ১৯৯ বলে শতরান করে ভরসা জোগালেন দলে। রোহিত শর্মা না খেলার দরুন আজ ওপেন করেন কে এল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল। কিন্তু কে এল রাহুল আজও নিষ্প্রভই থেকে যান। হ্যাজেলউডের অফস্ট্যাম্পের বাইরের নির্বিষ একটা ডেলিভারিতে ব্যাটের কানা ছুঁইয়ে লোকেশ রাহুল সাজঘরে ফেরেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে হাফসেঞ্চুরি করেন মায়াঙ্ক আগরওয়াল। ঝকঝকে ৭৭ রানের ইনিংস খেলেও সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। অধিনায়ক বিরাট কোহলিও এদিন বড় রানের ইনিংস খেলা থেকে ব্যাহত থাকে। রাহানে আর পূজারাকে অনেকটা আত্মবিশ্বাসী দেখালেও – পূজারার সেঞ্চুরির আগেই মাত্র ১৮ রান করেই ফিরে যান রাহানে। বর্তমানে স্ট্রাইকে রয়েছেন হনুমা বিহারী এবং চেতেশ্বর পূজারা, দেখা যাক এই জুটি ম্যারথন ইনিংস উপহার দিতে পারেন নাকি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, চেতেশ্বর পূজারা ২৪৭ বলে ১২৮ ও হনুমা বিহারী ৪৯ বলে ৩৮ রান করে ব্যাট করছেন। ভারতের স্কোর ৪ উইকেটে ৩০০ রান। আপনার মতামত জানান -