ছিঃ, চরম লজ্জা! মমতার ধমকের পরেও কাটমানির বাড়বাড়ন্ত! কাঠগড়ায় সরকারি আধিকারিকরা! মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য June 25, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই নবান্ন থেকে বিভিন্ন পৌরসভাকে নিয়ে বৈঠকে একাধিক বিষয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কাটমানির বাড়বাড়ন্ত যে বাড়ছে, সেই ইঙ্গিত দিতেও দেখা যায় তাকে। এমনকি বিভিন্ন বিষয় তুলে ধরে অগ্নিশর্মা হয়ে ওঠেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু তারপরেও অবস্থার উন্নতি হলো না। মুখ্যমন্ত্রীর ধমকের পর দিন মালদহের জালালপুরের ঘটনায় রীতিমত চমকে গেলেন সকলে। সূত্রের খবর, মালদহের জালালপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ের সাত মাস আগে বিয়ে হয়েছে। তিনি রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা ঢোকেনি বলে অভিযোগ। এক্ষেত্রে বিয়ের দিন সরকারি আধিকারিকরা বাড়িতে এলেও, তারা কাটমানির দাবি করেছেন বলে অভিযোগ করেন সেই ব্যাক্তি। ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। গোটা বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। কিন্তু দুর্নীতি যে কোন জায়গায় রাজ্যে পৌঁছে গিয়েছে, তা আরও একবার মালদহের এই ঘটনার মধ্যে থেকে পরিষ্কার হয়ে গেল। স্পষ্ট হয়ে গেল যে, রাজ্যে শুধু তৃণমূল নেতারা নয়, একেবারে সরকারি আধিকারিকরা পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিনিময়ের টাকা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। যার ফলে প্রতারিত হচ্ছেন দীন দরিদ্র সাধারণ মানুষ। তবে মালদহের এই ঘটনায় তদন্তে কি উঠে আসে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি শাস্তি গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -