ছিঃ ছিঃ, প্রকাশ্যে মহিলাকে এ কোন অপমান? চরম ফ্যাসাদে ববি হাকিম! তৃণমূল রাজনীতি রাজ্য November 7, 2024November 7, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলার নারী নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলার মহিলারা নিরাপদ নন বলেই দাবি করছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার দলীয় কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির এক মহিলা নেত্রীকে যে ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ববি হাকিম, তাতে তার রুচিবোধ থেকে শুরু করে মহিলাদের প্রতি এই দলের সম্মান দেওয়া নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রসঙ্গত, গতকাল হাড়োয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম। আর সেখানেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে পরাজিত বিজেপির রেখা পাত্রকে হেরো মাল বলে কটাক্ষ করেন তিনি। স্বাভাবিকভাবেই একজন প্রতিদ্বন্দ্বী শিবিরের নেত্রী এবং সর্বোপরি একজন মহিলাকে কি করে এই ধরনের মন্তব্যের মধ্যে দিয়ে আক্রমণ করতে পারেন রাজ্যের একজন মন্ত্রী? তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজ্যের একজন মন্ত্রী হয়ে যদি ববি হাকিম নিজেই মহিলাদের সম্মান দিতে না পারেন, তাহলে নারী নিরাপত্তা কোথায় গিয়ে পৌঁছবে, তা নিয়ে সোচ্চার হচ্ছে বিরোধীরা। আপনার মতামত জানান -