ছিঃ ছিঃ, প্রকাশ্য রাস্তায় পুলিশ কর্মীর এ কোন রূপ ? মুখ পুড়লো রাজ্যের ! রাজ্য September 19, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজকর কাণ্ডের ফলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এমনিতেই প্রশ্ন উঠছে সমাজের সর্বত্র। ১৪ আগস্ট রাতে যখন আরজিকরে কেউ বা কারা ভাঙচুর চালালো, তখন পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, সেই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। আর এসবের মধ্যেই এক পুলিশ কর্মীর উর্দি পড়া অবস্থায় মত্ত পরিস্থিতির ছবি ভাইরাল হতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, এদিন রায়গঞ্জে এক পুলিশ কর্মীর ছবি ভাইরাল হয়। যেখানে দেখতে পাওয়া যায়, রায়গঞ্জের ঘড়ি মোড়ে উর্দি পড়া অবস্থায় এক পুলিশকর্মী মত্ত অবস্থায় রয়েছেন। আর সেই ছবি ভাইরাল হতেই তৈরি হয় বিতর্ক। যদিও বা এর সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু মিডিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন আরজিকরের ঘটনা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে, তখন রায়গঞ্জে পুলিশকর্মীর এই ধরনের চিত্র সামনে আসার পরেই চাপে পড়ে প্রশাসন। ইতিমধ্যেই সেই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -