এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > চিকিৎসকদের কর্মবিরতি তুলতে শীর্ষ আদালতের নির্দেশ, কি বললেন সুকান্ত?

চিকিৎসকদের কর্মবিরতি তুলতে শীর্ষ আদালতের নির্দেশ, কি বললেন সুকান্ত?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শীর্ষ আদালতে আরজিকর নিয়ে শুনানির সময় যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করছিলেন, তাদের নিয়ে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে প্রধান বিচারপতি জানিয়ে দেন, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সেই সমস্ত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফিরতে হবে। আর যদি তারা সেটা না করেন, তাহলে রাজ্য যদি কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে আদালতের কিছু করার থাকবে না। আর এই পরিস্থিতিতে এবার জুনিয়ার চিকিৎসকরা কি করবেন, সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত,  এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আদালত তাদের মত করে নির্দেশ দিয়েছে। এখন মুখ্যমন্ত্রী যদি সমস্ত ডাক্তারদের সাসপেন্ড করে দেন, তাহলে দেবেন। কিন্তু চিকিৎসকদের ঠিক করতে হবে যে, তারা আন্দোলন করবেন, নাকি করবেন না। এটা তাদের দায়িত্ব। তারা কি করবেন, সেটা তারা ভেবে দেখবেন। কিন্তু আমরা সবসময় চিকিৎসকদের পাশে আছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!