এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনের কাছে ভিক্ষা করতে গেছেন পাক-প্রধানমন্ত্রী? ‘স্বীকার’ খোদ পাক সরকারি চ্যানেলের!

চীনের কাছে ভিক্ষা করতে গেছেন পাক-প্রধানমন্ত্রী? ‘স্বীকার’ খোদ পাক সরকারি চ্যানেলের!


পাকিস্তানের সরকারি টিভি চ্যানেলে বেনজিরভাবে চোখ কপালে ওঠার মতো খবর প্রকাশ্যে এল। চীনের কাছে আর্থিক সাহায্যের ভিক্ষা চাইছে পাকিস্তান, এমনটা স্বীকার করে নেওয়া হল। পাকিস্থানের প্রশাসনিক সূত্রের খবর, বর্তমানে পাকিস্থানের কোষাগারের হালত খারাপ। বিদেশি মুদ্রার সঞ্চয় এক ধাক্কায় ৪২% কমে গিয়ে মাত্র ৭৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এরকম পরিস্থিতিতে সৌদি আরব পাকিস্তানকে জরুরি ভিত্তিতে ৬০০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য তথা ‘উদ্ধার প্যাকেজ’ দেবে বলে কথাও দিয়েছে। কিন্তু এই টাকাও ক্ষতিপূরণের জন্যে যথেষ্ট নয়। তাই এই বেহাল দশা থেকে বেরোতে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কাছে সাহায্য চাওয়া হয়েছে।

একইসঙ্গে সাহায্য চাওয়া হয়েছে পাকিস্থানের কাছে। তবে সেই সাহায্য চাওয়াটা কার্যত ভিক্ষায় পরিনত হয়েছে বলেই মনে করেছে অভিজ্ঞমহল। কারণ খোদ পাকিস্তানের সরকারি টিভি চ্যানেল পিটিভি এটা স্বীকার করে নিয়েছে। তবে সেটা ভুলবশত হয়েছে বলেও জানিয়েছে তাঁরা।

এবার প্রকৃত ঘটনায় চোখ রাখা যাক। এদিন বেজিং-এর সেন্ট্রাল পার্টি স্কুলে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান বক্তব্য রাখছিলেন। আর সেটা সরাসরি সম্প্রচারিত হচ্ছিল পাকিস্থানের সরকারি টিভি চ্যানেল পিটিভিতে। আর এইসময়ই একটা চূড়ান্ত ভুল হয়ে যায় তাঁদের। স্ক্রিনের ডান দিকে স্থানের জায়গায় বেজিং(Beijing) লিখতে গিয়ে লেখা হয় (begging)। এই লেখাটি প্রায় ২০সেকেন্ড স্থায়ী থাকে টিভির পর্দায়।

‘begging’ শব্দের অর্থ দাঁড়ায় ভিক্ষা করা। এই দৃশ্যটা নজরে আসে নেটিজনের। নজরে এসেছে পাকিস্থানের আট থেকে আশি সকলেরই। শোরগোল পড়ে যায় পাকিস্থানের রাজনৈতিকমহলে। আমজনতার মধ্যেও তীব্র গুঞ্জন শুরু হয় এই ইস্যু নিয়ে। নেটিজনেদের দাবী, পাকিস্থান স্বীকার করে নিল যে তাঁরা আন্তর্জাতিক মহলের কাছে ভিক্ষা করছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পরে পিটিভির তরফ থেকে অনিচ্ছ্বাকৃত ভুলবশত হয়েছে এমনটা দাবী করা হলেও বিতর্কের মুখে ছাই ফেলা যায়নি মোটেই। ভুল টাইপিং-এর জন্যে Beijing কীভাবে Begging হয় তার কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজনেরা। তবে যে বা যার জন্য এই গুরুতর ভুল কাজটি হয়েছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিব্যবস্থা নেওয়া হবে,এমনটাই জানানো হয়েছে পিটিভির তরফ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!