এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চিনই কি মারণ ভাইরাস করোনার সূতিকাগার? মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এলো একাধিক প্রশ্ন

চিনই কি মারণ ভাইরাস করোনার সূতিকাগার? মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এলো একাধিক প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে থাবা বিস্তার করেছে করোনা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন ও প্রাণ হারাচ্ছেন। বিশ্বকে এভাবে বিপদের মুখে ফেলে দেবার জন্য একাধিক দেশ সন্দেহ করে চিনকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশের সন্দেহ, চিনের দাঁড়াই বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা ভাইরাস। চিনের উহান ল্যাব হল করোনা ভাইরাসের সূতিকাগার। তবে, চিন বরাবর এই অভিযোগ অস্বীকার করেছে। তবে, এবার এ বিষয়ে একটি গোপন রিপোর্ট ফাঁস করল মার্কিন গোয়েন্দা সংস্থা। যার ফলে আবার বিষয়টি নিয়ে শুরু হলো সন্দেহ।

মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সম্প্রতি এক গোপন রিপোর্ট সামনে আনা হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, সারাবিশ্বে যখন করোনার সংক্রমণ শুরু হয়েছিল, তার অল্পদিন আগেই একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন উহানের তিন গবেষক। মার্কিন গোয়েন্দা প্রকাশিত এই রিপোর্টে জানানো হয়েছে যে, গত ২০১৯ সালের নভেম্বর মাসে উহান ইনস্টিটিউটের ৩ জন গবেষক একাধিকবার হাসপাতালে গিয়েছিলেন। শরীর দুর্বল ও নানা উপসর্গ দেখা দিয়েছিল তাদের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনই বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে, বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো তেমন কোনো বিবৃতি দেওয়া না হলেও বিষয়টি নিয়ে পৃথিবীজুড়ে শোরগোল তুলে দিয়েছে এই খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা ছড়িয়ে পড়ার প্রাকমুহুর্তে চিনের বেশকিছু পদক্ষেপ যথেষ্ট সন্দেহজনক। আমেরিকার সন্দেহ, চিনের মধ্যেই লুকিয়ে রয়েছে করোনা ভাইরাসের উৎস। ইউরোপের একাধিক দেশও করোনা ছড়িয়ে দেবার জন্য চিনকে দায়ী করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সঙ্গে নিয়ে এ বিষয়ে আরও অনুসন্ধান করার দাবি উঠেছে।

তবে মার্কিন গোয়েন্দার এই রিপোর্ট সম্পূর্ণ অস্বীকার করেছে চীন। এ প্রসঙ্গে চীনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল উহান ল্যাব পরিদর্শন করেছিল। এরপর মার্কিন গোয়েন্দার এই রিপোর্ট প্রকাশ একেবারেই অমূলক। চিনের পাল্টা অভিযোগ, তাদের গোপন তথ্য ছিনিয়ে নেবার চেষ্টা করছে আমেরিকা। বিশ্ববাসীর নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে চিনের দিকে আঙুল তুলছে আমেরিকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!