এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে চীনের আকাশে অদ্ভুত আলোকপিন্ড!

তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে চীনের আকাশে অদ্ভুত আলোকপিন্ড!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনটা ছিল বুধবার সকাল। নিত্যদিনের মতই এদিনও সকালে চীনের ইউসু প্রদেশের মানুষের জীবনযাত্রা শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ আকাশ জুড়ে ঝলকানি আর শব্দে সেখানকার মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। সম্প্রতি জানা গেছে, এদিন সকালে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের ইউসু প্রদেশের আকাশে বিশাল দৈত্যাকার আগুনের গোলা লক্ষ্য করা যায়।

যা দেখে ওই অঞ্চলের মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে এই ঘটনার ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যায়, আকাশে একটি উজ্জ্বল আগুনের গোলা ছড়িয়ে পড়েছে এবং অন্ধকার আকাশ মুহূর্তে আলোকিত হয়ে উঠছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, এদিন এই আগুনের গোলটি আসলে কী তা তাৎক্ষণিকভাবে সঠিক করে বোঝা যায়নি।

তবে স্থানীয় গণমাধ্যমগুলি এটি উল্কা বলেই অনুমান করেছে। অন্যদিকে, কিছু বিশেষজ্ঞ অনুমান করেছেন যে, এটি একটি বোলাইড বা উজ্জ্বল উল্কা। সেইসঙ্গে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রও নিশ্চিত করেছে যে এটি একটি বোলাইড। এদিন সকাল ৭ টা ২২ মিনিট নাগাদ এটি নাঙ্গকিয়ান এবং ইউসু কান্ট্রির মধ্য সীমান্তের কাছাকাছি পড়েছিল বলেই জানিয়েছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানা গেছে। অন্যদিকে, স্থানীয় কিছু মানুষের কথায় এই ঘটনার উল্লেখ পাওয়া গেছে। সেখানে স্থানীয় এক ব্যক্তি ড্যান বা, তাঁর শিশুটিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এই ঘটনার সাক্ষী ছিলেন বলেই জানিয়েছেন। তাঁর কথায়, উক্ত বোলাইডটি প্রথমে খুব ছোট মনে হলেও মিনিট তিনেক পর এটি খুব বড় এবং উজ্জ্বল হয়ে ওঠে।

সেইসঙ্গে অনেক স্থানীয় বাসিন্দা সেইসময় জোরে কিছু আওয়াজ শুনতে পেয়েছিল বলেও দাবি করেন। অন্যদিকে, এদিন চীনের শিয়ান প্রদেশ থেকে লাসা যাওয়ার একটি বিমানের যাত্রীরাও এই ঘটনার সাক্ষী থাকে। সেখানে অনেককে এই ঘটনার ভিডিও রেকর্ড করতেও দেখা যায়।

তাঁদের অনেকের কথায়, এই সময় আকাশ অদ্ভুত আলোকিত হয়ে উঠেছিল। সেইসঙ্গে রহস্যজনক এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে, একজন টুইটার ব্যবহারকারীর বর্ণনায় উঠে এসেছে যে কীভাবে আলাবামায় এই ঘটনা ঘটেছে।

তাঁর কথায়, ” দুটি অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চীনের চিংহাই এবং মার্শাল কান্ট্রি আলাবামা মার্কিন যুক্তরাষ্ট্রে। আলাবামার আকাশ একটি উল্কা আলোকিত করে তোলে উল্কাটি কিংহাইতে ল্যান্ডফাল করে। আমাদের এই অদ্ভুত ঘটনাগুলি বোঝার জন্য জ্যোতিষীদের সাহায্য নেওয়া প্রয়োজন।” এমনটাই জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!