এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনা অ্যাপ টিকটক ব্যবহার করছেন, আপনার জন্য বড়সড় বিপদ অপেক্ষা করে আছে, অ্যাপল নিয়ে এল বিস্ফোরক তথ্য!

চীনা অ্যাপ টিকটক ব্যবহার করছেন, আপনার জন্য বড়সড় বিপদ অপেক্ষা করে আছে, অ্যাপল নিয়ে এল বিস্ফোরক তথ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আমাদের মোবাইলে অনেক সময় বিনোদনের জন্য বিভিন্ন অ্যাপ ইনস্টল করা হয়। বেশিরভাগই জনপ্রিয়তম অ্যাপ মোবাইলে জায়গা করে নেয়। কিন্তু সাধারণ মানুষ কখনো এইসব অ্যাপ এর ব্যাপারে বিন্দুমাত্র খোঁজখবর না নিয়েই শুধুমাত্র জনপ্রিয় হিসেবে কিংবা বিনোদনের ক্ষেত্র হিসেবে ইন্সটল করে ফেলে। অথচ অ্যাপের মধ্যে দিয়েও যে গ্রাহকদের ফোনে নজর রাখা যায়, সে কথা আগেই বলেছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা। এবার সেই কথাই প্রমাণ করে দিল বিশ্ববিখ্যাত অ্যাপেল সংস্থা।

তাঁদের অভিযোগের তীর চীনা মোবাইল অ্যাপ টিকটকের দিকে। বহুদিন ধরেই টিকটক নিয়ে বিতর্ক চলছে। এবার সেই বিতর্ককে উস্কে দিয়ে টিকটক এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে এলো অ্যাপেল। জানা যাচ্ছে, গত কয়েক মাসে যাঁরা টিকটক ইন্সটল করেছে নিজেদের ফোনে, তাদের প্রত্যেকের উপর নজরদারি চালিয়েছে টিকটক। সম্প্রতি আইফোনের নতুন একটি অপারেটিং সিস্টেম আপডেট হয়েছে। এই আপডেট এর ফলে অ্যাপেল ফোনে একটি নতুন বিশেষ ফিচার যোগ হয়েছে আর সেই ফিচারের মাধ্যমে জানা যাচ্ছে ব্যবহারকারীদের ডেটা কোন কোন অ্যাপ অ্যাক্সেস করছে।

এবং সেখান থেকেই জানা যাচ্ছে, টিকটক দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ আইফোন ব্যবহারকারীদের ওপর নজর রাখছে। যদিও এরকম অভিযোগ আগেও উঠেছে টিকটকের উপর। সে সময় অবশ্য টিকটকের আসল সংস্থা বাইটড্যান্স জানিয়ে দিয়েছিল, পুরো সমস্যাটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। পুরনো একটি গুগল বিজ্ঞাপনের জন্য এই সমস্যা তৈরি হয়েছে। নতুন আপডেট করে সেটি রিপ্লেস করা হয়েছে। তাঁরা আর টিকটক ব্যবহারকারীর তথ্য ব্যবহার করবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সম্প্রতি অ্যাপেল ফোনে আইওএস 14 আপডেট আসার পর দেখা যাচ্ছে, টিকটক কিন্তু একইভাবে নজরদারি চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে টুইটার ইউজার জেরেমি বুর্গ সপ্তাহের শুরুতে একটি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করেছেন যাতে আইফোন ক্লিপবোর্ডে টিকটকের স্নুপিং এর ঘটনা ধরা পড়েছে। যদিও এবারেও টিকটক তাঁদের দোষ অস্বীকার করেছে এবং নতুন করে জানিয়েছে, এই পুরো ব্যাপারটাই নাকি তাঁদের অজান্তেই ঘটছে। আপাতত তাঁরা তাদের নতুন আপডেট ভার্সন দিয়েছে এবং পুরোনো ফিচারটি সরিয়ে দেওয়া হচ্ছে যাতে আর কোন বিভ্রান্তি না ঘটে।

কিন্তু টিকটক নিয়ে বিশেষজ্ঞরা ভিন্নমত পোষণ করেন। তাঁদের কথা অনুযায়ী, একটি বিখ্যাত সংস্থার দ্বারা বারেবারে এরকম অনিচ্ছাকৃত ভুল কিভাবে ঘটে চলেছে? অন্যদিকে আইফোন এর তরফ থেকে জানানো হয়েছে, যদি অ্যাপেল ফোন ব্যবহারকারীরা টিকটক ব্যবহার করতে চান, তাহলে অ্যাপেল স্টোরে আসামাত্রই টিকটক ইনস্টল করতে হবে। এছাড়াও ডিভাইসটি আইওএস 14 এর উপযোগী হলে তবে নতুন অপারেটিং সিস্টেমের বিটা ভার্সন ডাউনলোড করতে হবে নিরাপত্তা বজায় রাখার জন্য।

বিশ্বজুড়ে ইন্টারনেটের মাধ্যমে নজরদারির ব্যাপারটি অনেক আগেই জানানো হয়েছে। শুধু টিকটক নয়, এরকম অনেক চিনা অ্যাপ গ্রাহকদের বিভিন্ন তথ্য নাড়াচাড়া করে বলে মত বিশেষজ্ঞদের। এই অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ, নিজেদের সুরক্ষা বজায় রাখার জন্য টিকটক জাতীয় চিনা অ্যাপগুলি যত দ্রুত সম্ভব বর্জন করা আবশ্যক। কারণ বিনোদনের থেকেও নিরাপত্তা যে সবার আগে সে কথা না মেনে কোন উপায় নেই। আপাতত টিকটক যে জনমানসে ক্রমাগত গুরুত্ব হারাচ্ছে, সে কথা কিন্তু ক্রমশ স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!