এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চিনা অ্যাপের পর এবার এই নিয়েও বড়সড় ধাক্কা খেলো চীন, বন্ধ হবে আমদানি , জেনে নিন

চিনা অ্যাপের পর এবার এই নিয়েও বড়সড় ধাক্কা খেলো চীন, বন্ধ হবে আমদানি , জেনে নিন


কলকাতার বুকে ঘুড়ির সুতো থেকে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন বাইক আরোহীরা। এর আগে কলকাতার মা উড়ালপুলের ওপর এরকম বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেও পথচারীদের আহত হওয়ার একটি কারণ মাঞ্জা দেওয়া ধারালো ঘুড়ির সুতো। আর সেই সূত্রেই এবার কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশিকা জারি করল বলে জানা গেছে। চীনা মাঞ্জা এবং অন্যান্য মাঞ্জা সুতো নিষিদ্ধ করার লক্ষ্যে একটি জনস্বার্থ মামলা আগেই হয়েছিল কলকাতা হাইকোর্টে।

অন্যদিকে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, গত 25 শে মার্চ চিনা মাঞ্জা ব্যবহার করা নিয়ে রাজ্যের পরিবেশ দপ্তরের পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা প্রকাশ হলেও তা নিয়ে বিশেষ কোনো প্রচার হয়নি। খুব স্বাভাবিকভাবেই সেই নির্দেশ বাস্তবায়িতও হয়নি। তাই এবার রাজ্যের শীর্ষ আদালত রাজ্য সরকারকে চীনা মাঞ্জা নিষিদ্ধ করার ব্যাপারে ব্যাপকভাবে প্রচার চালাতে এবং হাইকোর্টের নির্দেশ যাতে কার্যকর হয় সে ব্যাপারে দেখার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত 17 ই মে কলকাতার ইকবালপুরে চীনা মাঞ্জার আঘাতে গুরুতর জখম হয়ে মৃত্যু বরণ করেন এক নাগরিক। তারপর থেকেই চীনা মাঞ্জা নিষিদ্ধ করার ব্যাপারটি আরো প্রাসঙ্গিকতা পায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিনা মাঞ্জায় আহতের ঘটনা প্রথম ঘটে 2017 সালের 27 ডিসেম্বর। মা উড়ালপুল এর ওপর চিনা মাঞ্জায় আহত হয় এক শিশু। তারপরেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় জনৈক করুণাময়ী সামন্ত।

অন্যদিকে চীনা মাঞ্জা বন্ধ করার পেছনে অবশ্যই নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও রয়েছে বলে মনে করা হচ্ছে। আর তাই এক্ষেত্রে প্রশাসনকে কঠোর হতে হবে নির্দেশ বাস্তবায়িত করার জন্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, গতকালই ভারতের বুকে সমস্ত চীনা অ্যাপ বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় নির্দেশে। এবার পশ্চিমবঙ্গের ওপর থেকে চিনা মাঞ্জা ব্যবহার করার নিষেধাজ্ঞার পেছনে অনেকেই চীনা শক্তিকে প্রত্যাঘাত করার ছবিকেই ফুটে উঠতে দেখছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!