এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল চীন? উৎপাদন শুরু শীঘ্রই? সামনে এল আশা জাগান বড়সড় সুখবর!

করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল চীন? উৎপাদন শুরু শীঘ্রই? সামনে এল আশা জাগান বড়সড় সুখবর!


চীন থেকেই করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে বলে নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছিল। বর্তমানে এই ভাইরাস নানা দেশে তার তাণ্ডব চালিয়েছে। দিনকে দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে সবথেকে বড় বিপদের কারণ, এখনও পর্যন্ত এই ভাইরাসকে বধ করার জন্য কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। প্রত্যেকটি দেশ এখন এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে।

কিন্তু এখনও পর্যন্ত কেউ সাফল্য পায়নি। তবে এবার চীনের তরফে সেই ভ্যাকসিন নিয়ে বড়সড় দাবি প্রকাশ্যে এল। সূত্রের খবর, চিনা সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে জানানো হয়েছে, বেজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং চায়না ন্যাশনাল গ্রুপ কোম্পানি যৌথভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে। চলতি বছরের শেষেই তার উৎপাদন শুরু হয়ে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর যদি চীনের এই দাবি সত্যি হয়, তাহলে করোনা ভাইরাসকে প্রতিহত করা শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, এখনও পর্যন্ত 100 টির বেশি গবেষণাগারে এই ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে‌। বেশকিছু গবেষণাগার থেকে তৈরি ভ্যাকসিন হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল পর্বে প্রবেশ করেছে। তবে চীনের তরফ থেকে সবার আগে যাতে এই করোনা প্রতিষেধক আবিষ্কার করা যায়, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিন এই প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “ভ্যাকসিন আবিষ্কার হলে তার ফর্মুলা সব দেশের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। চীন এখন ভ্যাকসিন নিয়ে তৃতীয় দফায় পরীক্ষা চালাবে। এই দফায় এমন দেশে পরীক্ষা চালাতে হবে, যেখানে রোজ করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।” সব মিলিয়ে এখন সমস্তটাই পরীক্ষামূলক পর্যায়ে থাকায়, কবে পাকাপাকিভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!