এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা ভ্যাক্সিন আবিষ্কারে চীন পেরোল পঞ্চম ধাপ! প্রতিষেধক বেরোনো শুধু সময়ের অপেক্ষা?

করোনা ভ্যাক্সিন আবিষ্কারে চীন পেরোল পঞ্চম ধাপ! প্রতিষেধক বেরোনো শুধু সময়ের অপেক্ষা?


পৃথিবী এখন বিশ্বমহামারির কবলে। কোনোভাবেই করোনা সংক্রমণকে এখনও বাগে আনতে পারে নি গোটা বিশ্ব। এরই মধ্যে স্বস্তির খবর পাওয়া গেলো চীনের তরফে। জানা গেছে বর্তমানে চীন পঞ্চম ভ্যাকসিনের পরীক্ষা করতে চলেছে মানব দেহে। গোটা বিশ্ব এই করোনা রুখতে প্রতিষেধক তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। প্রতিদিন দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা।

যদিও এর আগে জানা গেছিল চীন ইতিমধ্যেই চারটি ভ্যাকসিনের প্রয়োগ মানব দেহে করেছে। এরপর সূত্রের খবর অনুযায়ী পঞ্চম ধাপ পেরোলো চীন। বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী প্রতিষেধক আবিষ্কার হওয়ার সাথে সাথেই তা কার্যকরী হবে না। বাজারে সেই প্রতিষেধক আসতে সময় লেগে যাবে তারপরেও ১২-১৮ মাস। গোটা বিশ্ব জুড়ে চলছে মৃত্যু মিছিল। কার্যত প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত চীনের তরফে জানানো হয়েছে পঞ্চম ভ্যাকসিনের পরীক্ষা সফল হলে দ্রুতই তৈরি করা হবে প্রতিষেধক। সূত্রের খবর অনুযায়ী চীনের স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর জেং ইস্কিং জানিয়েছেন করোনার প্রতিষেধক তৈরি করতে সক্রিয় রয়েছে প্রায় কয়েক হাজার বিজ্ঞানী। এছাড়াও তিনি জানান প্রতিষেধক তৈরির পর তার পরীক্ষার জন্য নিযুক্ত রয়েছে প্রায় আড়াই হাজার মানুষ।

জানা গেছে প্রতিষেধকের পরীক্ষা যদি সঠিক পথে এগোয় তবে জুলাই মাসের মধ্যেই একটি সিদ্ধান্তে আসতে পারবে চীন সরকার। এক্ষেত্রে অপেক্ষা ও ধৈর্যের সঙ্গে হাত মেলাতে হবে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। কিন্তু প্রতিষেধক আবিষ্কারের সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা ঠেকানো যাবে কিনা সে বিষয় সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবুও ঘরবন্দি থেকে গোটা বিশ্বের একটাই প্রার্থনা যত তাড়াতাড়ি সম্ভব করোনার প্রতিষেধক আবিষ্কার হয়ে যাক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!