এখন পড়ছেন
হোম > জাতীয় > চীনের এখন সব থেকে বড় মাথা ব্যাথার নাম যোগী আদিত্যনাথ! দিচ্ছেন একের পর এক বড়সড় ধাক্কা!

চীনের এখন সব থেকে বড় মাথা ব্যাথার নাম যোগী আদিত্যনাথ! দিচ্ছেন একের পর এক বড়সড় ধাক্কা!


করোনা ভাইরাস ভারতে আক্রমণের পর থেকে চীনকে এই মারণ রোগের উৎস বলে ধরে নিয়ে ভারতীয় বাজার থেকে চীনকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সূত্রের খবর ভারত-চীন সীমান্তে ক্রমাগত চীনা সেনাদের অনুপ্রবেশের কারণেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই চীনের তৈরি হাই স্পিড পাম্প সেট বর্জন করে আগ্রার তাজনগরীতে হাই স্পিড পাম্প সেট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।

জানা গেছে নয়টি হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন ২০০ কোটি মূল্যের প্রায় আড়াই লক্ষ পাম্প সেট প্রতিবছর চীন থেকে ভারতে আসে। এবার এই পাম্প সেট ভারতেই তৈরি করা হবে বলে জানা গেছে এবং সেই সূত্রে কর্মসন্ধান জুটবে বেশ কিছু মানুষের এমনটাই আশা জাগিয়েছে যোগী সরকার। জানা গেছে হালকা এবং অ্যালুমিনিয়ামের তৈরি এই পাম্পসেটগুলি মূলত ভারতের মাঠের কাজে ব্যবহৃত হয়। চীন থেকে আমদানিকৃত পাম্পসেট প্রতি খরচা পরতো প্রায় ৮০০০ টাকা। প্রাপ্ত সূত্র থেকে জানা গেছে এই পাম্প সেট তৈরীর জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে ভারতীয় ক্ষুদ্র স্কেল ইন্ডাস্ট্রিজের সভাপতি ভূবেষ আগারওয়াল এদিন জানিয়েছেন হাই স্পিড এর পাম্পগুলি প্রক্রিয়া পরিচালনার জন্য চেয়ারম্যান পদে তাকে নিযুক্ত করা হয়েছে। খুব শীঘ্রই প্রকল্প চালু হতে পারে বলে জানিয়েছেন তিনি। জানা গেছে চীনের আদলে পাম্পসেট তৈরি করার জন্য ইতিমধ্যেই ব্লুপ্রিন্ট প্রস্তুত করা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক মত চললে প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় কুড়ি কোটি টাকা খরচা হবে বলে জানিয়েছে যোগী সরকার।

এমনকি জানা গেছে পাম্পগুলি তৈরীর জন্য প্রয়োজনীয় কাঁচামাল,স্প্রেয়ার,জেনারেটর ইত্যাদিতে ব্যবহৃত ১০ অশ্বশক্তি ধারণ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন তাজনগরীতেই তৈরি করা হবে। সমগ্র ব্যবস্থা সম্পন্ন হয়ে যাওয়ার সাথে সাথেই চালু করে দেয়া হবে এই প্রকল্প।

জেলার সাধারণ সম্পাদক বিজয়গুপ্ত এদিন জানিয়েছেন এই প্রকল্প চালু হলে বহু কর্মহীন মানুষ কাজ পাবে। যোগী আদিত্যনাথের এই বড়োসড়ো সিদ্ধান্ত ইতিমধ্যেই চীনকে বড় একটি ধাক্কা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত চীনকে বয়কট করার উদ্দেশ্যেই এই বড় সিদ্ধান্ত যোগী সরকার নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!