এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > যত কান্ড চীন, ফের নয়া বিপত্তি চিনে, আতঙ্কে জিংপিংর দেশ !

যত কান্ড চীন, ফের নয়া বিপত্তি চিনে, আতঙ্কে জিংপিংর দেশ !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- একের পর এক বিপত্তির মুখে পড়ছে শি জিনপিংয়ের দেশ। এতদিন যেখানে করনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সমস্ত ক্ষেত্রেই কটাক্ষের শিকার হতে হয়েছিল চীনকে, সেখানে ভারতের সঙ্গে তাঁদের ব্যবহারেও আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা হতে দেখা গিয়েছিল তাঁদেরকে। তবে সেখানে আবার নতুন বিপদ চীনের সামনে আসছে বলেই জানা গেছে।

তবে এবার করোনাভাইরাস নয়, চীন নাকি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। তবে এক্ষেত্রে কোন আবহাওয়ার পরিবর্তন নয়, জানা গেছে রাতারাতি বাকি বদলে গেছে সেদেশের জলের রং। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে সেখানকার ইয়ামাও নদীর জলের স্রোত ৭.৫ মাইল বা ১২ কিলোমিটার পর্যন্ত প্রসারিত। আর সেই জলরাশিতে সবুজ রঙের আভা দেখা যাচ্ছে।

সোমবার জিয়ানফেং কাউন্টির স্থানীয় বাসিন্দারা এমন ঘটনা দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি। সেই সঙ্গে রবিবার রাতেও যেখানে জলের রং এমন ছিল না, সেখানে পরদিন সকালে জলের রং কিভাবে পাল্টে গেল, সেই নিয়ে চিন্তায় পড়েছিলেন সাধারণ মানুষ এবং পরিবেশ বিজ্ঞানীরা। তবে এক্ষেত্রে সামনে এসেছে কিছু বিস্ফোরক তথ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, চিন্তার কোনও কারণ নেই। কারণ সরকারি তরফে জানানো হয়েছে জলের এই অস্বাভাবিক রঙ ননটক্সিক পদার্থের সংমিশ্রণের জন্যই ঘটেছে। সেইসঙ্গে নদীর জলের এই হঠাত্‍ রঙ পরিবর্তনের কারণে মানুষের জীবনে কোনও বিরুপ প্রতিক্রিয়া পড়বে না বলেই আশ্বস্ত করা হয়েছে। এমনকি এরজন্য কোনওরকম জল দূষণ হয়নি বলেই দাবি করেছে চিন সরকার।

বস্তুত, চিনের হুবেই প্রদেশে রয়েছে এই ইয়ামাও নদী। এই নদী চিনের মধ্যবর্তী অংশ দিয়ে প্রবাহিত। আর রবিবার রাত থেকেই এর জলে যেন সবুজের আস্তরণ পড়ে গিয়েছে বলেই দেখা যায়। চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই হুবেই প্রদেশের স্থানীয় বাসিন্দারা ইয়ামাও নদীর সবুজ জলরাশি দেখতে পান।

বিশেষত করোনাভাইরাস এরপর মানুষ যেভাবে আতঙ্কিত হয়ে আছে, তাতে প্রাকৃতিক যে কোন পরিবর্তনই যে মানুষকে ভীত করে তুলবে সে কথা আলাদা করে বলতে হয় না। আর তা দেখেই চিন্তার ভাঁজ পড়ে সেখানকার স্থানীয় মানুষদের কপালে। তবে জলে ননটক্সিক পদার্থের সংমিশ্রণের জন্যই এই পরিবর্তন হয়েছে বলেই জানা গেছে। তাই আপাতত মানুষের চিন্তার কোনো কারণ নেই বলেই জানান হয়েছে। সেভাবেই আশ্বাস পাওয়া গেছে চীনা প্রশাসন তরফে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!