এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনের সঙ্গে হু এর আঁতাত- করোনা নিয়ে অজানা নানা তথ্য, বোমা ফাটালেন দেশ ছাড়া চীনা বিজ্ঞানী

চীনের সঙ্গে হু এর আঁতাত- করোনা নিয়ে অজানা নানা তথ্য, বোমা ফাটালেন দেশ ছাড়া চীনা বিজ্ঞানী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের প্রথম থেকেই আন্তর্জাতিক মহলে চীনকে করে দেওয়া হয়েছিল ব্রাত্য। সেই অবস্থা এখনো বর্তমান। বিভিন্ন দেশের মতে করোনা সংক্রমণ নিয়ে চীন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করত, তাহলে সাড়া বিশ্ব এভাবে মারণ সংক্রমণের হাতে পড়তো না। করোনা নিয়ে চীনের বিরুদ্ধে সবথেকে কড়া ভাষায় আক্রমণ করেছে আমেরিকা। অন্যদিকে, বিভিন্ন দেশ থেকেও দাবি ওঠে করোনা ভাইরাসের উৎপত্তি চীনে। তবে চীন কিন্তু বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে এসেছে।

বিশ্ব জুড়ে চীন যে ইতিমধ্যে করোনা নিয়ে রীতিমতো কোণঠাসা পরিস্থিতিতে রয়েছে, তা এতদিনে পরিষ্কার। অন্যদিকে সম্প্রতি চীন থেকে আমেরিকায় পালিয়ে আসেন হংকংয়ের বিজ্ঞানী ড. লি মেং ইয়াং। আর তারপর তিনি যেভাবে চীনের বিরুদ্ধে বোমা ফাটালেন, তাতে চীন যে এবার রীতিমতো বিপদে পড়বে সে কথা এককথায় মেনে নিচ্ছেন সবাই। সূত্রের খবর, গত 28 এপ্রিল হংকংয়ের বিজ্ঞানী ড. লি মেং ইয়াং চীন থেকে আমেরিকায় পালিয়ে চলে আসেন।

আর তারপর আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজের সামনে সম্প্রতি তিনি চীনের বিরুদ্ধে মুখ খোলেন বলে জানা গেছে। তাঁর বিস্ফোরক দাবি হলো, ডিসেম্বরের অনেক আগে থেকেই করোনার কথা জানত চীন। ড. লি মেং ইয়াং আরও অভিযোগ করেন, তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা করোনা সংক্রমণকে আটকাতে পারত। কিন্তু চীনের নামজাদা বিশেষজ্ঞরা তাঁকে সে কাজ করতে দেয়নি। অন্যদিকে চীনে এখনো বাস করছে ড. লি মেং ইয়াং এর পরিবার, আর তাই নিয়ে বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজ্ঞানী আরও জানিয়েছেন, করোনা নিয়ে তাঁর আশংকার কথা তাঁর প্রতিষ্ঠান শীর্ষকর্তাকে তিনি জানিয়েছিলেন। কিন্তু তারপরেই হংকংয়ে বাস করা সত্ত্বেও তাঁকে বিদেশি আখ্যা দিয়ে তাঁর কাজ বন্ধ করে দেয় চীন সরকার। অন্যদিকে এতদিন ধরে গুজব চলে আসা বলে যেগুলি মানা হতো, সেগুলি নিয়ে এবার বিধ্বংসী তথ্য দিলেন ড. লি মেং ইয়াং। তাঁর কথায় চীনের বহু করোনা রোগী সঠিকভাবে পরিষেবা পাচ্ছিল না। অন্যদিকে এ প্রসঙ্গে কাউকে কোনো মন্তব্যও করতে দেওয়া হচ্ছিলনা। সবাইকে শুধুমাত্র মাক্স পড়েই থাকতে হতো।

এদিকে চীনের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঁতাতের বিষয়টি আমেরিকাই প্রথম তুলে ধরে। আর তাই নিয়ে এবার ড. লি মেং ইয়াং বলেন, চীনের সম্পর্কে পুরো ঘটনা জানতেন হু-এর অনুমোদিত গবেষণাগারের প্রধান প্রফেসর মালিক পেইরিস। আর এই দাবি ঘিরেই বর্তমানে বিশ্বজোড়া সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। যদিও এখনো পর্যন্ত মালিক পেইরিস এই বিষয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি বলে জানা গেছে। আপাতত ড. লি মেং ইয়াং এর অভিযোগ ঘিরে সামনের দিনে চীন যে বিশ্ব দরবারে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে চলেছে, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞ মহল। আপাতত বিভিন্ন দেশের অভিযোগ এবার চীন কি করে সামাল দেয়, সে দিকেই নজর রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!