এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনের ভয়ঙ্কর ষড়যন্ত্র এবার সামনে আনলেন চীনা ভাইরোলজিস্ট, বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য

চীনের ভয়ঙ্কর ষড়যন্ত্র এবার সামনে আনলেন চীনা ভাইরোলজিস্ট, বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারাবিশ্বে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষ মারা গেছেন। কিন্তু তাও করোনার ভয়াবহতা একটুও ফিকে হয়নি। এতদিন পর্যন্ত চীনকে করোনার উৎপত্তিস্থল বলেই মনে করা হচ্ছিল যে কারণে চীনের লাখ লাখ মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। অন্যদিকে তথ্য চাপার কারণে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চীন রীতিমত ব্রাত্য। বিশ্বের বিভিন্ন দেশ ক্রমাগত বলে চলেছে এখনো, করোনা সংক্রমণ নিয়ে চীন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করত তাহলে সারা বিশ্ব এই মারণ সংক্রমণের হাতে পড়তো না। যদিও চীন কিন্তু বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে এসেছে।

তবে বিশ্বজোড়া চীন যে ইতিমধ্যে করোনার কারণে রীতিমতো কোণঠাসা, তা এতদিনে পরিষ্কার। অন্যদিকে সম্প্রতি চীন থেকে আমেরিকার পালিয়ে এসে হংকংয়ের বিজ্ঞানী যেভাবে চীনের বিরুদ্ধে বোমা ফাটালেন, তাতে যে চীন রীতিমতো বিপদে পড়তে চলেছে সে কথা বাক্যে মেনে নিচ্ছেন সবাই। করোনা নিয়ে চীনা ভাইরোলজিস্ট লি-মেনগ ইয়ান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, করোনার ভাইরাস মানবসৃষ্ট এবং এটি তৈরি হয়েছে চীনের গুপ্ত ল্যাবরেটরীতে। এ প্রসঙ্গে লি-মেনগ ইয়ান আরও জানিয়েছেন, তাঁর কাছে এমন কিছু তথ্য আছে, যার দ্বারা প্রমাণিত হবে তার কথার সত্যতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লি-মেনগ ইয়ানের দাবী, করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স মানুষের আঙুলের মুদ্রণের মত, আর তা থেকেই পরিষ্কার এটি মানব সৃষ্ট ভাইরাস। ইতিমধ্যে তিনি জানিয়েছেন, চীন সরকার ক্রমাগত তাঁকে হুমকি দিয়ে চলেছে। এর আগেও তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে চীনা ভাইরোলজিস্ট লি-মেনগ ইয়ান এই মুহূর্তে প্রমাণ করতে উদ্যত করোনা ভাইরাস আসলে চীনের মানব দ্বারা সৃষ্টি একটি মারণ ভাইরাস। চীনা ভাইরোলজিস্ট লি-মেনগ ইয়ানের এই দাবির সূত্র ধরে বিশ্বজোড়া সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য।

যদিও এখনো পর্যন্ত চীনা ভাইরোলজিস্ট লি-মেনগ ইয়ান তাঁর দাবি সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারেননি বিশের দরবারে। তবে লি-মেনগ ইয়ানের অভিযোগ ঘিরে সামনের দিনে চীন যে বিশ্বদরবারে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে চলেছে, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞ মহল। আপাতত বিভিন্ন দেশের অভিযোগ যে সত্যিই সেকথা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আর সেই অভিযোগ চীন এবার কি করে সামাল দেয়, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!