চিহ্নিত গুন্ডার মধ্যে মমতার মন্ত্রীর নাম? বিধায়কের ওপর হামলা হতেই সোচ্চার বিজেপি নেতা! বিজেপি রাজনীতি রাজ্য March 21, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারুইপুরের পর গতকাল কোচবিহারের দিনহাটায় বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়িতে হামলা হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। আর এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে জগন্নাথবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বারুইপুরের পর এবার কোচবিহার। ভোট পরবর্তী যে হিংসা, সেখানে যে ২১ জন চিহ্নিত গুন্ডা, তার মধ্যে এই উদয়ন গুহর নাম রয়েছে। স্বাভাবিকভাবেই আক্রমণের জায়গা যখন দিনহাটা, তখন বোঝাই যাচ্ছে। আমাদের বিধায়ক অত্যন্ত সজ্জন মানুষ। তার ওপর যে ধরনের হামলা করা হলো, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” আপনার মতামত জানান -