এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনকে আরও কোনঠাসা করতে ভারতের হাতে নতুন করে এল ৩৭ টি মহা-অস্ত্র! আতঙ্কে বুক কাঁপছে লালফৌজের

চীনকে আরও কোনঠাসা করতে ভারতের হাতে নতুন করে এল ৩৭ টি মহা-অস্ত্র! আতঙ্কে বুক কাঁপছে লালফৌজের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারত সব সময়ই চাপে থাকে তার প্রতিবেশী কিছু দেশকে নিয়ে। যাদের মধ্যে পাকিস্তান অন্যতম। পাকিস্তানতো ভারতের দিকে এক পা এগিয়েই আছে। তার সাথে বর্তমানে আবার নেপালও ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছেড়ে শুরু করেছে জায়গা অধিগ্রহণের লড়াই। এর সাথে আবার আন্তর্জাতিক দেশ চীন তার আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে এসেছে ভারতের দিকে। সেই সূত্রে চীন-ভারত আন্তর্জাতিক সীমান্তে সম্প্রতি হয়ে যায় তুমুল গন্ডগোল। যার জেরে ভারতের কুড়ি জন সেনা জওয়ান শহীদ হন বলে জানা গেছে।

অন্যদিকে সূত্রের খবর, চীনের ক্ষয়ক্ষতিও কম হয়নি এই গন্ডগোলের জেরে। এই অবস্থায় এবার প্রতিবেশী দেশসহ চিনকে চাপে রাখার জন্য ভারত নতুন করে সমরসজ্জায় সজ্জিত হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি গালওয়ান সীমান্ত থেকে চীন কিছুটা পিছিয়ে গেছে বলে খবর। তবে ভবিষ্যতের সুরক্ষা আরো নিবিড় করতে নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। সম্প্রতি ভারতীয় বায়ুসেনার হাতে এসেছে পাঁচটি অ্যাপাচে কপ্টার। সূত্রের খবর, 22 টি অ্যাপাচে কপ্টারকে ভারতের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে পাঠানো হবে।

শুধু তাই নয় এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেও নজরদারি চালাবে অত্যাধুনিক অ্যাপাচে কপ্টার। আরও জানা গেছে, ভারতীয় বায়ুসেনার হাতে অ্যাপাচে কপ্টারের সাথে সাথে এসেছে 15 টি চিনুক কপ্টার। তবে এই চিনুক কপ্টারগুলি সাধারণত জ্বালানি, বারুদ, অস্ত্র বা সেনা জওয়ানদের গন্তব্যে পৌঁছে দিতে ব্যবহার করা হয় বলে জানা গেছে। অন্যদিকে ভারতীয় বায়ুসেনার হাতে আপাতত মার্কিন বিমান সংস্থা বোয়িং তুলে দিচ্ছে 37 টি অত্যাধুনিক কপ্টার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার মধ্যে 22 টি অ্যাপাচে কপ্টার এবং 15 টি চিনুক কপ্টার। প্রসঙ্গত 2015 সালের সেপ্টেম্বর মাসে ভারতের সঙ্গে বোয়িং সংস্থার কয়েক বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী চলতি বছরে সমস্ত কপ্টার ভারতীয় বায়ুসেনার হাতে হস্তান্তরিত করা হলো বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে অ্যাপাচি কপ্টারকে বিশ্বের সবচেয়ে আধুনিক কপ্টার হিসাবে মান্যতা দেওয়া হয় বলে জানা গেছে। অন্যদিকে বোয়িং ইন্ডিয়া ডিফেন্স এর ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দর আহুজা জানাচ্ছেন, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সম্পর্ক মজবুত করতে তাঁরা চাহিদামত ভবিষ্যতেও কপ্টার সরবরাহ করবে।

অন্যদিকে খবর, লাদাখ নিয়ন্ত্রণরেখায় ইতিমধ্যেই অ্যাপাচে কপ্টার পৌঁছে গেছে আগেই। লাদাখে ছিল পাঁচটি অ্যাপাচি কপ্টার আর এবার সেই সংখ্যা আরও বাড়তে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতীয় বায়ুসেনার হাতে অত্যাধুনিক কপ্টার আসার ফলে যেভাবে ক্ষমতা বৃদ্ধি পেল, তা ভারতের শত্রুপক্ষকে যথেষ্ট চাপে ফেলবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে বর্তমানে চীন ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে চীনা সৈন্যদের পিছিয়ে রাখতে ভারত যে প্রতিরক্ষা বিভাগে বেশ কিছুটা জোর বাড়িয়ে নিল সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!