এখন পড়ছেন
হোম > জাতীয় > চীনকে মোটা টাকায় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার দিল্লির সাংবাদিক

চীনকে মোটা টাকায় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার দিল্লির সাংবাদিক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিপুল অর্থের বিনিময়ে শত্রুদেশ চীনকে দেশের প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল জনৈক বর্ষীয়ান সাংবাদিক রাজীব শর্মাকে। তাঁর সঙ্গেই আরও দুজন গ্রেফতার হলেন। ধৃত সাংবাদিক রাজীব শর্মার জেরার স্বীকারোক্তির উপরে ভিত্তি করে দিল্লি পুলিশের এক বিশেষ শাখা জনৈক চীন মহিলা ও তার নেপালি সহযোগীকে গ্রেফতারে সক্ষম হয়।

আজ শনিবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাংবাদিক রাজিব শর্মা মোটা টাকার বিনিময়ে চীনের এক মহিলাকে গোয়েন্দা বিভাগের গোপনীয় তথ্য পাচার করতেন। পুলিশের তাঁকে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা আইনের ধারায় গ্রেফতার করেছে। তাঁর সঙ্গে সঙ্গেই পুলিশ গ্রেফতার করেছে সন্দেহভাজন চীনা মহিলা ও তাঁর নেপালি সহযোগীকে। যারা মোটা টাকা দিয়ে তথ্য সংগ্রহ করতেন তাঁর কাছ থেকে। তাদের নামে খোলা এক ভুয়ো সংস্থার কথাও জানা গেছে। সাংবাদিক রাজিব শর্মা প্রসঙ্গে দিল্লি পুলিশের বিশেষ শাখার ডিসিপি সঞ্জীব যাদব বলেছেন, ” প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গোপনীয় তথ্য তাঁর কাছে ছিল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোপন সূত্রে জানানো হয়েছে, ফ্রিল্যান্স সাংবাদিক রাজীব শর্মা গোয়েন্দা বিভাগ সংক্রান্ত বহু তথ্য সংগ্রহ করেছিলেন। গোপন সূত্রে তাঁর বিষয়ে জানতে পেরেই গত সোমবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছিল। তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর মোবাইল, ল্যাপটপ পুলিশ বাজেয়াপ্ত করেছে। ফোনের কললিস্ট দেখে তাঁর সঙ্গে কাদের যোগাযোগ ছিল তার সন্ধান করছে পুলিস। এমনকি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকেও বেশকিছু সন্দেহজনক কার্যকলাপের ব্যাপারে জানতে পেরেছ দিল্লি পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!