এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনকে শায়েস্তা করতে চার দেশের কোয়ার্ড বৈঠক টোকিওতে, জানুন বিস্তারিত

চীনকে শায়েস্তা করতে চার দেশের কোয়ার্ড বৈঠক টোকিওতে, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ জাপানের টোকিওতে ৪ টি দেশ একটি বিশেষ বৈঠকে মিলিত হয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া জাপান ও ভারত – এই চারটি দেশের অক্ষ বা কোয়ার্ড বৈঠকের আয়োজন করা হয়েছে টোকিওতে। এই ৪ টি দেশের সঙ্গেই চীনের সম্পর্ক ভালো নয়। চীনকে কোণঠাসা করতেই এই চারটি দেশ এই বিশেষ বৈঠকে মিলিত হয়েছে বলে কূটনৈতিক মহলের ধারণা।

চীনের উপর এই চারটি দেশের দেশ নানাভাবে ক্ষুব্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার উৎপত্তিস্থল হিসেবে সরাসরি চিনতে অভিযুক্ত করেছেন। বেশ কয়েকবার তাঁকে করোনা ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলেও সম্বোধন করতে দেখা গেছে। অস্ট্রেলিয়া দেশটির সঙ্গে একসময় চীনের ভালো রকম ভাবে বাণিজ্য চলত। কিন্তু বর্তমানে এই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। অস্ট্রেলিয়া থেকে রপ্তানিকৃত জিনিসপত্রের উপরে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। একারণেই দুদেশের দেশের বাণিজ্যিক সম্পর্ক প্রায় তলানীতে পৌঁছে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জাপানও চীনের ওপর যথেষ্ট অসন্তুষ্ট। পূর্ব চিন সাগরের সিনকাকু দ্বীপের উপর নজর আছে চীনের। এই দ্বীপের অধিকার নিয়ে চীন ও জাপানের মধ্যে চলছে ছায়া যুদ্ধ। আবার ভারতের কাছেও এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ করোনা আবহে লাদাখ সীমান্তে চীন উত্তেজক পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে দু’দেশের মধ্যে যেকোনো সময়ে সংঘাতের আশঙ্কা আছে।তাই এই চারটি দেশের বৈঠকে চীন উপস্থিত না থাকলেও চীনের প্রসঙ্গ যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বৈঠকে হতে চলেছে। এই বৈঠকে উপস্থিত থাকছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

মূলত গত ২০১৯ সালে চীন বিরোধীতার উপর ভিত্তি করে এই চারটি দেশ একসঙ্গে এই অক্ষ বা কোয়ার্ড গঠন করেছিল। সমুদ্রপথে চীনের দাদাগিরি, করোনা ভাইরাসের সম্ভাব্য উৎপত্তিস্থল, সীমান্তবর্তী দেশ গুলির উপর চীনের নজর এই বিষয়গুলি নিয়ে চীনের ওপর যথেষ্ট ক্ষুব্ধ এই দেশগুলি। বাণিজ্য, প্রতিরক্ষা সবকিছুতে চীনকে কোণঠাসা করতে এই বৈঠকের আয়োজন বলে অনেকে মনে করছেন। এই বৈঠকে চার দেশের নৌ মহড়া নিয়েও আলোচনা হতে পারে। এছাড়াও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সার্বিক সমন্বয় সাধন, সাইবার সন্ত্রাস দমন, সর্বন্বত ৫ জি প্রযুক্তি নিয়েও আলোচনার সম্ভাবনা আছে এই বৈঠকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!