এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চিটফান্ড মামলায় বড় পদক্ষেপ আদালতের, আশায় সাধারণ মানুষ!

চিটফান্ড মামলায় বড় পদক্ষেপ আদালতের, আশায় সাধারণ মানুষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সারদা দিয়ে শুরু হয়েছিল। তারপর রোজভ্যালি থেকে শুরু করে একের পর এক চিটফান্ড কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে। বহু মানুষ বিশ্বাসের সহকারে এইসব সংস্থায় টাকা রাখলেও মুহূর্তের মধ্যে তাদের মাথায় বাজ ভেঙে পড়ে। আর তারপর থেকেই চিটফান্ড কোম্পানিগুলোর বিরুদ্ধে আদালতে মামলা চলছিল। কিন্তু সাধারণ মানুষের টাকা ফেরতের ব্যাপারটি নিয়ে কি হল, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল সকলের কাছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চারটি চিটফান্ড সংস্থার মালিকদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারপতি। যাকে কেন্দ্র করে কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছেন জনতা জনার্দন।

সূত্রের খবর, মঙ্গলবার এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আগামী শুনানিতে যেন এমপিএস সহ চারটি চিটফান্ড সংস্থার মালিকরা শুনানিতে উপস্থিত থাকেন। পাশাপাশি এই সমস্ত চিটফান্ড সংস্থার মালিকদের আদালতে নিয়ে আসার ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকেই। অর্থাৎ আগামী দিনে যদি এই চিটফান্ড সংস্থার মালিকরা আদালতে উপস্থিত না থাকে, তাহলে পুলিশ প্রশাসনকেই যে ভর্ৎসনা করবে আদালত, তা কার্যত পরিষ্কার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই এই মামলার টানাপোড়েন চলছে। কিন্তু সাধারণ মানুষ এই সংস্থাগুলোতে টাকা রেখে কার্যত সর্বস্বান্ত। তারা টাকা কবে ফিরে পাবেন, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কিন্তু তা সত্ত্বেও মামলার জটিলতা শেষ না হওয়ায় কার্যত টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন জনতা জনার্দন। তবে অবশেষে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কলকাতা হাইকোর্ট। যেখানে চারটি চিটফান্ড সংস্থার মালিকদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারে কলকাতা হাইকোর্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছেন চিটফান্ড সংস্থায় টাকা রেখে সর্বস্ম খোয়ানো সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!