এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চিটফাণ্ডে বিনিয়োগকারীদের জন্য বড়সড় সুখবর! টাকা ফেরতের ব্যাপারে আদালতে বড়সড় পদক্ষেপ?

চিটফাণ্ডে বিনিয়োগকারীদের জন্য বড়সড় সুখবর! টাকা ফেরতের ব্যাপারে আদালতে বড়সড় পদক্ষেপ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই চিটফান্ড কান্ড নিয়ে রীতিমতো সরগরম রাজ্য। সাধারণ মানুষ চিটফান্ডের হাতে নিজেদের সর্বস্ব বিনিয়োগ করে আশায় থাকে মূলধন ফেরত পাওয়ার। কিন্তু সাধারণ মানুষকে রীতিমতো বোকা বানিয়ে চিটফান্ডগুলি একের পর এক ধরা পড়ে একসময় এবং যথারীতি সুদ তো দূর, আসল টাকা ফেরত পাওয়াও মুশকিল হয়ে যায় গ্রাহকদের। কিন্তু এবার চিটফান্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে হাইকোর্ট। সম্প্রতি ভিবজিওর গ্রুপ অফ কোম্পানিজ এর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত যারা সংস্থায় বিনিয়োগ করেছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।

এই নিয়ে ভিবজিওর কোম্পানি বিচারপতি এস পি তালুকদার কমিটির কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে বলে জানা গিয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পুজোর আগে যাতে এই অর্থ ফেরত দেওয়া যায় তার প্রচেষ্টা করতে হবে। আর সে ক্ষেত্রে রাজ্য কমিটিকে প্রয়োজনীয় সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বেসরকারি ওই সংস্থার আইনজীবী আদালতকে জানিয়েছেন, কতজনকে একসঙ্গে এবং কিভাবে টাকা দেওয়া হবে তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। আপাতত আদালতের নির্দেশমাফিক প্রস্তাবটিকে প্রকল্প আকারে বিভিন্ন ভাষার তিনটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিশেষজ্ঞদের মতে, টাকা ফেরত দেওয়ার এই উদ্যোগ যদি সফল হয় তাহলে প্রচুর মানুষ বর্তমানে উপকৃত হবেন। অন্যদিকে ভিবজিওর কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, সংস্থার 22 টি স্থাবর সম্পত্তি নিলাম করা হবে এবং তার জন্য 10 লক্ষ টাকাও জমা করা হয়েছে। নিলাম সম্পন্ন হলে আরও বহু মানুষ টাকা ফেরত পাবেন বলে মনে করা হচ্ছে। আপাতত আগামী 9 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে খবর। এই খবরে খুব স্বাভাবিকভাবেই ভিবজিওর কোম্পানিতে বিনিয়োগ করে আশাহত হওয়া গ্রাহকরা স্বস্তি পেয়েছেন। তবে যতক্ষণ না বিনিয়োগকৃত অর্থ হাতে ফেরত আসছে, ততক্ষণ পর্যন্ত অনেকেই অবশ্য আশ্বস্ত হতে পারছেন না। কারণ, অতীত থেকে শিক্ষা নিয়েছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!