এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছেলে পাঠানোর হুঁশিয়ারি! সায়নীর মন্তব্যে সরব বিজেপি! শোরগোল রাজ্যে!

ছেলে পাঠানোর হুঁশিয়ারি! সায়নীর মন্তব্যে সরব বিজেপি! শোরগোল রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্টএবার দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার ঘটনার কথা তুলে ধরে 100 জন ছেলে পাঠালেই আগরতলা ঠান্ডা হয়ে যাবে বলে জানিয়ে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকে বলছেন, রাজনীতিতে আক্রমণ প্রতি আক্রমণ থাকবে। কিন্তু তা করতে গিয়ে যেভাবে মাঝেমধ্যেই শালীনতার মাত্রা অতিক্রম করা থেকে শুরু করে হুঁশিয়ারি দিতে শুরু করেছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে সায়নী ঘোষের মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপির পাল্টা আক্রমণে তৃণমূল যে যথেষ্ট চাপে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

সূত্রের খবর, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগদান করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। আর সেখানেই ত্রিপুরার ঘটনার কথা তুলে ধরে পাল্টা হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে। এদিন এই প্রসঙ্গে সায়নী ঘোষ বলেন, “জয়া, দেবাংশু, সুদীপদের অবস্থা তো আপনারা দেখেছেনই। পূর্ব মেদিনীপুর থেকে 100 জন ছেলে পাঠালে আগরতলা ঠান্ডা হয়ে যাবে বলে মনে হচ্ছে। কিভাবে ত্রিপুরার সংগঠনকে ধুলিস্যাৎ করা যায়, তা এখানকার 100 টা ছেলেই দেখিয়ে দেবে।” অর্থাৎ সায়নী ঘোষ এই মন্তব্য করার মধ্যে দিয়ে বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন। তবে তার এই মন্তব্যকে অনেকেই অতীতে তৃণমূলের অন্যতম নেতা তথা বিশিষ্ট অভিনেতা প্রয়াত তাপস পালের একটি মন্তব্যের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই সায়নী ঘোষের এই মন্তব্যকে হাতিয়ার করে তাকে কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপির সায়ন্তন বসু বলেন, “ত্রিপুরায় যে তৃণমূলের সংগঠন নেই, বাংলা থেকে লোক পাঠাচ্ছে, তা আমরা আগেই সন্দেহ করেছিলাম। এবার তা প্রমান হলো।” যদিও বা সায়নী ঘোষের এই মন্তব্যের সঙ্গে তাপস পালের মন্তব্যের কোনো মিল নেই এবং বিজেপি মিথ্যা কথা বলছে বলে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বভাবতই সায়নী ঘোষের মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির কটাক্ষ শোরগোল ফেলে দিয়েছে রাজ্য জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!