“চোদ্দো তলা থেকে নিজেই গঙ্গায় ঝাঁপ মারবে” কবে আসবে সেই দিন! জানিয়ে দিলেন শুভেন্দু! কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 2, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয় বলে বারবার দাবি করছে গেরুয়া শিবির। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। এখনও পর্যন্ত আদালত রায় দেয়নি। তবে আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ। আর সেই আদালত রায় দিলেই কার্যত দেউলিয়া হয়ে যাবে রাজ্য সরকার বলে দাবি ভারতীয় জনতা পার্টির। আর সেই বিষয়ে বলতে গিয়েই নবান্নের চোদ্দ তলা থেকে নিজেই গঙ্গায় ঝাপ মারবে বলে পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে দেউলিয়া করে দিয়েছেন। এখন 6 লক্ষ কোটি টাকার দেনা। শুধু ডিএর ঘোষণাটা করতে দেন। কাউকে কিছু করতে হবে না। নিজেই চোদ্দো তলা থেকে ঝাঁপ গঙ্গায় ঝাঁপ মারবে। বলবে আমাকে রক্ষা করো।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে মহার্ঘ ভাতার ঘোষণা করলেই যে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়বে রাজ্য সরকার এবং তার ফলেই যে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠবে তৃণমূলের, তা বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -