এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চোখের জলে স্ত্রীকে বিদায় জানালেন বিজেপি সাংসদ

চোখের জলে স্ত্রীকে বিদায় জানালেন বিজেপি সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ তৃণমূলে যোগ দেবার পর তাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিলেন সৌমিত্র খাঁ। সাংবাদিক বৈঠকে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করার সময় কান্নায় ভেঙে পড়লেন সৌমিত্র খাঁ। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তিনি সংসার ভাঙ্গার অভিযোগ করলেন। তিনি জানালেন যে, তাঁর স্ত্রী সুজাতা খাঁকে ভুল বোঝানো হয়েছে।

বিজেপি সংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন যে, বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল। স্ত্রীর প্রতি তিনি জানালেন যে, সে বাচ্চা মেয়ে, তার অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল। স্ত্রী তাকে বলেছিলেন যে, স্বামী বিজেপিতে বড় পদ পেয়েছেন, কিন্তু তিনি পান নি। সৌমিত্র খাঁ স্ত্রীকে বুঝিয়ে ছিলেন, বিজেপিতে এভাবে দুজনকে বড় পদ দেবার নিয়ম নেই। তিনি জানালেন, কৈলাস বিজয়বর্গীয়, অমিত শাহ, প্রমুখরা তাকে নিজের মেয়ের মত দেখতেন। স্ত্রীর বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ার সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না সৌমিত্র খাঁ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্ত্রীর সঙ্গে তাঁর কিছুদিন ধরে বিবাদ চললেও, তিনি যে তৃণমূলে যোগদান করবেন তা তিনি কখনোই ভাবতে পারেননি। সাংবাদিক সম্মেলনে স্ত্রীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। স্ত্রীর প্রতি তাঁর বক্তব্য, ” যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার বাড়ি ভাঙল, তাঁর সঙ্গ কীভাবে দিচ্ছ? আমি কি এতটাই খারাপ?’ আবেগতাড়িত সৌমিত্র বলেন, ‘সুজাতা খুব ভুল করলে৷ আজ থেকে তোমায় আমি মুক্তি দিলাম৷ অনুরোধ করে বলছি, সুজাতা মণ্ডল লেখ৷ খাঁ পদবী লিখবে না৷ এটা আমার বংশের পরিচয়, জাতির পরিচয়৷ আমি তোমাকে ডিভোর্স নোটিস পাঠাচ্ছি৷ ”

সৌমিত্র খাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী দয়া করে যেন খুন না করে ফেলেন সুজাতাকে। তার সমস্ত নিরাপত্তার দায়িত্ব তৃণমূলের। তাকে যেন কোন খারাপ কাজে ব্যবহার না করা হয় যেন। তৃণমূলের উদ্দেশ্যে তিনি জানালেন যে, একজন গৃহবধূর সংসার ভেঙে রাজনীতি করছে তৃণমূল। ১০ বছর ধরে যে তাঁর সঙ্গে সংসার করছে, তাকেই কেড়ে নিয়েছে তৃণমূল। এরপর তিনি জানালেন যে, যদি ক্ষমতা থাকে তবে তাঁর লোকসভার অধীনের সাতটি বিধানসভা আসন জিতে দেখাক তৃণমূল। তিনি জানালেন, ” সমস্ত কিছু ত্যাগ করলাম। দেশের জন্য ত্যাগ করলাম। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!