এখন পড়ছেন
হোম > জাতীয় > চোখ রাঙিয়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ! করোনার চতুর্থ ঢেউ নিয়ে আতঙ্কিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী !

চোখ রাঙিয়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ! করোনার চতুর্থ ঢেউ নিয়ে আতঙ্কিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   দেশে দৈনন্দিন করোনা সংক্রমনের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে যার ফলে আবার নতুন করে ঊর্ধ্বমুখী  হচ্ছে করোনাগ্রাফ ।  দেশের বেশ কিছু রাজ্যে করোনা সংক্রমনের হার দৈনন্দিন যেভাবে বেড়ে চলেছে তাতে  উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।  রাজধানীর দিল্লি সহ মহারাষ্ট্র , তামিলনাড়ুতে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবার আশঙ্কা করছেন হয়তো এবার চতুর্থ ঢেউ এর স্মমুখীন হতে হবে । যেহেতু গোটা দেশ জুড়ে দিনে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের গন্ডী পেরিয়েছে ।

জানা যাচ্ছে গত ২৪ ঘন্টাতে  দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ হাজার ৩০৩ জন । সেইসাথে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে  ০.৬৬ শতাংশ হয়েছে । গত ২৪ ঘন্টা অনুযায়ী পাওয়া তথ্যে দেখা যাচ্ছে যে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে  ১৬ হাজার ছাপিয়ে প্রায় ১৭ হাজার এর দোরগোড়ায় ।করোনার এই বাড়বাড়ন্ত কে কেন্দ্র করে এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তিনি দাবি করেন যে তাঁর রাজ্য করোনাভাইরাস এর চতুর্থ ওয়েভ শুরু হয়ে গিয়েছে যেহেতু দেশের ব্যস্ততম শহর মুম্বাইয়ে নতুন করে আবা্রো করনো রুগীর সংখ্যা ধরা পড়ছে ১০০ জন যদিও এই মুহূর্তে মৃত্যুর খবর নেই তবে আক্রান্তের সংখ্যা 563 জন হয়ে দাঁড়িয়েছে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশে আবার নতুন করে করোনা  সংক্রমণ মাথাচাড়া দেওয়াতে গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন । বৈঠকের মাধ্যমে তিনি জানান চতুর্থ ওয়েভ এর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তাই ওমিক্রনকে হালকা ভাবে না নিয়ে করোনা টিকা ও বুস্টার ডোজের উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!