এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “চোখে চোখ রেখে কথা বলি, তাই অসুবিধা হচ্ছে” রাজ্যকে বিঁধলেন শুভেন্দু!

“চোখে চোখ রেখে কথা বলি, তাই অসুবিধা হচ্ছে” রাজ্যকে বিঁধলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসলেও বিরোধী দলের জায়গা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই প্রতিমুহূর্তে রাজ্যকে চাপে ফেলতে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। প্রতি সময় শুভেন্দু অধিকারী দাবি করছেন, 2011 থেকে 2021 পর্যন্ত যে সমস্ত বিরোধী দলনেতা ছিলেন, তাদের মত তিনি নন। তিনি সেটিং করে চলেন না। চোখে চোখ রেখে কথা বলেন। তাই রাজ্য সরকারের তাকে সহ্য হচ্ছে না। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে আরও একবার রাজ্যকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “2011 থেকে 2021 পর্যন্ত উনি যেভাবে চালিয়েছেন, এখন আর সেভাবে চালাতে পারছেন না। এটা তো সেটিং অপজিশন নয়। চোখে চোখ রেখে কথা বলি। তাই আজকে উনি নজরুল মঞ্চ থেকে বলেছেন, এ কেমন বিরোধী দল! ওনার অসুবিধা হচ্ছে কাজ করতে। তাই এই ধরনের কথা বলছেন।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে বিরোধী দলের জায়গায় বিজেপি যে যথেষ্ট সঠিকভাবেই কাজ করছে তা স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!