এখন পড়ছেন
হোম > অন্যান্য > চোখের নীচে কালো দাগ নিয়ে আর দুশ্চিন্তা নয়! এটাই হয়ে উঠবে ফ্যাশন স্টেটমেন্ট! কিভাবে? জেনে নিন

চোখের নীচে কালো দাগ নিয়ে আর দুশ্চিন্তা নয়! এটাই হয়ে উঠবে ফ্যাশন স্টেটমেন্ট! কিভাবে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জগতে কেউই নিখুঁত নয়। তবে নিজেকে সুন্দর করে তুলতে ভালো লাগেনা এমন কেউ নেই। আমরা সবাই ই চাই যাতে আমাদের আরও সুন্দর দেখাক। কথায় বলে সুন্দর মুখের জয় সর্বত্র। তাই মুখকে সুন্দর করতে আমরা চেষ্টার খামতি রাখিনা। তবে সেই সুন্দর মুখের একটা আকর্ষণ হল চোখ। তবে সেই চোখের চারপাশে যদি থাকে কালো দাগ, তবে সেই চোখ খুব একটা সুন্দর মোটেই লাগেনা। তবে সহজ কিছু উপায় অবলম্বন করলে আপনিও পেতে পারেন সুন্দর চোখ। যেখানে চোখের তলার কালি নিয়েও আপনি মোহময়ী হয়ে উঠতে পারবেন।

এক্ষেত্রে তিনটি ধাপ অবলম্বন করা যেতে পারে।
প্রথম ধাপ:- প্রথমে আপনার ত্বকের চামড়ার ধরন জানতে হবে। যদি আপনার ত্বক শুষ্ক হয়, তবে প্রথমেই চোখ সহ মুখে ভাল ময়েশ্চারাইজার মেখে নিতে হবে। চোখের আশেপাশে তুলনামূলকভাবে একটু বেশিই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এবার হালকা করে ম্যাসাজ করে নিন।

দ্বিতীয় ধাপ:- এক্ষেত্রে এবার একটু উজ্জ্বল রংয়ের কনসিলার নিন। তবে সেক্ষেত্রে কনসিলারের রঙ যেন আপনার ত্বকের রংয়ের সঙ্গে যেন খাপ খায় সেদিকে অবশ্যই নজর রাখবেন। কনসিলার ব্যবহারের আগে কালার কারেকশনের জন্য তা ভাল করে ব্যবহার করুন। ময়েশ্চারাইজারের মতোই চোখের আশেপাশে মুখের বাকি অংশের তুলনায় কনসিলার একটু বেশিই ব্যবহার করুন। তবে চোখের আশেপাশে ব্যবহারের জন্য কখনই হালকা রংয়ের কনসিলার ব্যবহার করবেন না। এতে কালার মিস ম্যাচ হতে পারে।

তৃতীয় ধাপ:- এবার চোখের চারপাশে ওই কনসিলার লাগানো অংশের উপর রুজ পাউডার লাগান। ফলে তাড়াতাড়ি কনসিলার শুকোতে সাহায্য করবে। এছাড়া মেক আপ দীর্ঘস্থায়ী করতেও সাহায্য করবে এটি। ব্যাস, তাহলেই আপনি রেডী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, এছাড়া কিছু অন্য উপায়েও আপনার চোখের চারপাশে কালো দাগ দূর করতে পারেন। সেক্ষেত্রে শসা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চোখের তলায় রেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায় বলে জানা যায়। এছাড়া রাতে শুতে যাওয়ার আগে চোখের তলায় গোলাপজল লাগিয়ে রাখলেও বা আপনার মেকআপ রিমুভারের সঙ্গে গোলাপজল মিশিয়ে রাখলেও চোখের তলার কালি ক্ষেত্রে এটি ভালো কাজ করে।

এছাড়া সপ্তাহে তিনদিন চোখে দশ মিনিট করে টমেটোর টুকরো অথবা চায়ের ব্যাগ রাখলেও ভালো ফল পাওয়া যায়। অনেকে আবার বলেন ঠাণ্ডা দুধের সঙ্গে আলুর রস মিশিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই তেল দিয়ে যে মিশ্রণটি তৈরি হয়, তা চোখের কালি দূর করতে কার্যকরী। এছাড়া প্রতিদিন আট ঘণ্টা ঘুম, ব্যালেন্স ডায়েট, ব্যায়াম এগুলো আপনাকে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!