এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়, কে নেবেন তাঁর দপ্তরের দায়িত্ব? জরুরি বৈঠক নবান্নে

চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়, কে নেবেন তাঁর দপ্তরের দায়িত্ব? জরুরি বৈঠক নবান্নে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীপাবলির রাতে লোকান্তরিত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন তিনি। জীবনের শেষ দিনেও হাসপাতালে বসে দপ্তরের কাজকর্মে তদারকি করেছেন তিনি। এদিকে সাধন পান্ডে অসুস্থ থাকার কারণে ক্রেতা সুরক্ষা স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের দায়িত্বও নিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাই এবার কাকে নিযুক্ত করা হবে তাঁর স্থানে? সে বিষয়ে চলছে নানা জল্পনা।

আগামীকাল রাজ্যের মন্ত্রীসভায় হতে চলেছে একটি বড়সড় রদবদল। জানা যাচ্ছে, সুব্রত মুখোপাধ্যায়ের ছেড়ে যাওয়া দপ্তরে আনা হতে পারে শোভন দেব চট্টোপাধ্যায়কে, বয়স ও অভিজ্ঞতার দিক থেকে তিনিই রয়েছেন একেবারে প্রথমে। যদিও তিনি এখন রাজ্যের কৃষি মন্ত্রী। তাকে যদি পঞ্চায়েত দেওয়া হয়, তবে কৃষিমন্ত্রী করতে হবে অন্য কাউকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, এটাও জানা যাচ্ছে যে, পঞ্চায়েত মন্ত্রী করা হতে পারে মানস ভূঁইয়াকে। যদিও বর্তমানে তিনি জল সম্পদ মন্ত্রী। ইতিপূর্বে তিনি সেচ দপ্তরের দায়িত্বে ছিলেন। তাই তাকে যদি পঞ্চায়েত মন্ত্রী করা হয়, তবে জল সম্পদ উন্নয়ন দপ্তরের জন্য অন্য কোন মন্ত্রী আনতে হবে। আবার আগামীকালই রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

কারণ বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেন নি। ৬ মাসের যে সময়কাল রয়েছে, তা আগামীকাল শেষ হতে চলেছে। তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলে, কাকে অর্থমন্ত্রী করা হবে? তা নিয়ে চলছে নানা জল্পনা। সেক্ষেত্রে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী করার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে তাঁর দায়িত্বে থাকা পুর ও নগর উন্নয়ন দপ্তর পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের দায়িত্ব দেয়া হতে পারে। কারণ দীর্ঘদিন ধরে এই দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি।

এদিকে জানা যাচ্ছে, খাদ্য দপ্তরেও একটা বড়সড় রদবদল হতে পারে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে অন্য কোন দপ্তরের দায়িত্ব দেয়া হতে পারে। আবার দিনহাটা থেকে জিতে আসা উদয়ন গুহকে মন্ত্রিসভায় আনার একটা সম্ভাবনা রয়েছে। তাই সব কিছু নিয়েই গুরুত্বপুর্ন হতে চলেছে আগামী কালের রাজ্য মন্ত্রিসভার বৈঠক। যেখানে একাধিক মন্ত্রীর যেমন রদবদলের সম্ভাবনা রয়েছে। তেমনি বহু নতুন মুখ আসার সম্ভাবনাও রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!