চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে স্থান পরিবর্তন কেন? বড় কারণ ব্যাখ্যা করলেন মমতা! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য December 4, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রত্যেকবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ঘটা করে হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কিন্তু এবার সেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে ধনধান্য অডিটোরিয়ামে। স্বাভাবিকভাবেই অনেকের মনের মধ্যেই একটা প্রশ্ন ছিল যে, হঠাৎ করে কেন স্থান পরিবর্তন করা হলো? অবশেষে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে সেই কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হয় ধনধান্য অডিটোরিয়ামে। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কেন উদ্বোধনী অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে, তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই বছর জেনেশুনেই ছোট জায়গায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। মাঝেমধ্যে জায়গা বদল করাটা প্রয়োজন। এতে অনেক মানুষ অন্য জায়গায় যাওয়ারও সুযোগ পান।” আপনার মতামত জানান -