এখন পড়ছেন
হোম > রাজ্য > চলতি বছরে অনলাইন নয়, ভর্তি প্রক্রিয়া নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের! জেনে নিন!

চলতি বছরে অনলাইন নয়, ভর্তি প্রক্রিয়া নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল। যার কারণে চলতি বছর থেকেই অনলাইনে ভর্তি হতে পারে বলে মনে করেছিলেন একাংশ। তবে শেষ পর্যন্ত অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখলো রাজ্যের শিক্ষা দপ্তর। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন উপাচার্যদের সঙ্গে একটি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর তারপরেই কেন্দ্রীয়ভাবে চলতি বছর থেকে অনলাইনে ভর্তি হচ্ছে না বলে জানিয়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “কেন্দ্রীয় অনলাইনে পোর্টাল ঠিকমতো তৈরি করতে এবং কাজ চালু করতে এখনও পাঁচ ছয় মাস সময় লাগবে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা করছেন উপাচার্যরা‌। তাই চলতি বছরে গোটা বিষয়টি স্থগিত রাখা হয়েছে।” স্বভাবতই সবকিছু ঠিকঠাক পর থাকার পরেও কেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারলো না রাজ্য সরকার, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!